RG Kar Case: ‘…আহত করেছে’! আরজি কর ঘটনার রেশ! রাজ্য সরকারের ‘বঙ্গরত্ন’ পুরস্কার ত্যাগ নামী লেখকের

আলিপুরদুয়ার: আরজি করের ঘটনার রেশ! রাজ্যের দেওয়া বঙ্গরত্ন পুরুস্কার ত্যাগ করলেন লেখক পরিমল দে। আলিপুরদুয়ারের এই গান্ধি গবেষক লেখককে ২০১৬ সালে এই পুরুস্কার দেয় রাজ্য সরকার।

নানা ধরনের দুর্নীতির পাশাপাশি আরজি করে যে ঘটনা ঘটেছে, তাতে বাংলা উত্তাল। লেখকের কথায়, “ভারতের নানা প্রান্তে যারা আন্দোলনে শামিল, তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করার জন্য আমি রাজ্যের দেওয়া বঙ্গরত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শারীরিক অসুস্থতার কারণে আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলন করতে পারছি না।”

আলিপুরদুয়ারের বঙ্গরত্ন পরিমল দে রবিবার এক সাংবাদিক বৈঠকে নিজের বক্তব্য জানিয়েছেন। তিনি বলেন, “আমাকে যাঁরা  পুরষ্কারের জন্য বিবেচনা করেছিলেন, তাঁদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু এই মর্যাদা আর রাখতে পারলাম না।”

আরও পড়ুন: আরজি কর দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষের বাড়ি সহ ১৫ জায়গায় সিবিআই হানা! তোলপাড় বাংলা

আরও পড়ুন: শুধু সন্দীপ নয়, উঠে এল একের পর এক চমকে দেওয়া নাম! আরজি কর দুর্নীতি কাণ্ডে বড় মোড়! কারা তারা?

২০১৬ সালে পরিমল দে-কে সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গরত্ন সম্মান নিয়ে ভূষিত করা হয়। আরজি কর কাণ্ড নিয়ে  ভারাক্রান্ত পরিমল বাবু বলেন, “কিছুদিন ধরেই রাজ্যজুড়ে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি থেকে আরজি কর কাণ্ড আমাকে আহত করেছে।”

রাজকুমার কর্মকার