মমতার ধমকে বিদ্যুৎ বিল কমল নবান্নের

Electric Bill Of Nabanna: মুখ্যমন্ত্রীর ধমকেই কাজ! নবান্নের বিদ্যুৎ বিল কমল ৫ লক্ষ টাকা!

কলকাতা: হুহু করে বাড়ছিল বিদ্যুতের বিল। সরকারি অফিসে এত বিদ্যুৎ বিল আসে কেন? প্রয়োজনের বেশি বিদ্যুৎ অপচয় নিয়ে সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই নড়েচড়ে বসেন নবান্নের কর্মীরা। সাবধান হন সরকারের একাধিক দফতরের কর্মীরা। তাতেই হাল ফিরল এ মাসের। বিদ্যুতের বিল এবার অনেকটাই কম এসেছে বলে খবর।

মুখ্যমন্ত্রীর ধমকেই হল কাজ। সূত্রের খবর, নবান্নে বিদ্যুতের বিল কমেছে প্রায় পাঁচ লক্ষ টাকা! এতে জুন মাসের তুলনায় জুলাই মাসে বিদ্যুতের খরচ কমল চার লক্ষ ৭৬ হাজার ৭৪২ টাকা।

আরও পড়ুন- একবার রাঁধলেই খেতে পারবেন সারা বছর! কোন সবজি, বলুন দেখি!

অকারণে কেন এত বিদ্যুৎ অপচয় হয়? তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন।তার পরেই বিদ্যুতের সাশ্রয় করার জন্য তৎপরতা শুরু হয়।

বিদ্যুৎ খরচ কমাতে নবান্নের একাধিক জায়গায় অকারণে লাইট  পর্যন্ত বন্ধ করে রাখা হয়। তার পরেই এই বিদ্যুতের সাশ্রয়, দাবি প্রশাসনিক মহলের।

আরও পড়ুন- অশান্তি চরমে! রাগের মাথায় স্ত্রীর গলায় কোপ মেরে দেহ আগলে বসে থাকল স্বামী!

নবান্নের পাশাপাশি আরও একাধিক দফতরে বিদ্যুতের সাশ্রয় হয়েছে বলেই সূত্রের খবর। প্রত্যেকটি দফতর মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকারও বেশি সাশ্রয় বিদ্যুতের ।