ভারতীয় দলে সব থেকে কম পড়াশোনা জানা ক্রিকেটার কে? নামটা শুনলে অবাক হয়ে যাবেন

ভারতের এই ক্রিকেট টিমে কার শিক্ষাগত যোগ্যতা কত? ভারতীয় দলে অনেকেরই পড়াশোনা বেশি দূর নয়। তবে আবার এমনও অনেকে আছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা বেশ ভাল।
ভারতের এই ক্রিকেট টিমে কার শিক্ষাগত যোগ্যতা কত? ভারতীয় দলে অনেকেরই পড়াশোনা বেশি দূর নয়। তবে আবার এমনও অনেকে আছেন, যাঁদের শিক্ষাগত যোগ্যতা বেশ ভাল।
 রবিচন্দ্রন অশ্বিন: পদ্ম শেষাদ্রী বালা ভবনে স্কুলিং শুরু ৷ সেখান থেকে সেন্ট বেদে’জ ৷ এরপর এসএসএন কলেজ থেকে আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন অশ্বিন ৷
রবিচন্দ্রন অশ্বিন: পদ্ম শেষাদ্রী বালা ভবনে স্কুলিং শুরু ৷ সেখান থেকে সেন্ট বেদে’জ ৷ এরপর এসএসএন কলেজ থেকে আইটি-তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন অশ্বিন ৷
সুরেশ রায়না: স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন সুরেশ ৷ তার পর ক্রিকেট খেলার জন্য আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি।
সুরেশ রায়না: স্কুলের গণ্ডি পর্যন্তই পড়াশোনা করেছেন সুরেশ ৷ তার পর ক্রিকেট খেলার জন্য আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি।
 রোহিত শর্মা: স্কুলিং শুরু আওয়ার লেডি অব ভেলাকানি-তে ৷ দারুণ ক্রিকেট খেলার জন্য স্কুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতেন তিনি ৷ স্কুলের পর অবশ্য আর এগিয়ে নিয়ে যায়নি পড়াশোনা ৷
রোহিত শর্মা: স্কুলিং শুরু আওয়ার লেডি অব ভেলাকানি-তে ৷ দারুণ ক্রিকেট খেলার জন্য স্কুলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেতেন তিনি ৷ স্কুলের পর অবশ্য আর এগিয়ে নিয়ে যায়নি পড়াশোনা ৷
 যশপ্রীত বুমরাহ: দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান বোলার ৷ ক্রিকেটে মন দেওয়ার জন্য তাঁর আর কলেজ পর্যন্ত পড়াশোনা গড়ায়নি।
যশপ্রীত বুমরাহ: দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন এই মুহূর্তে বিশ্বের নম্বর ওয়ান বোলার ৷ ক্রিকেটে মন দেওয়ার জন্য তাঁর আর কলেজ পর্যন্ত পড়াশোনা গড়ায়নি।
শিখর ধাওয়ানের পড়াশোনা ক্লাস টুয়েলভ পর্যন্ত। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে হয়তো আইপিএলে খেলবেন!
শিখর ধাওয়ানের পড়াশোনা ক্লাস টুয়েলভ পর্যন্ত। সদ্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। তবে হয়তো আইপিএলে খেলবেন!
বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
বিরাট কোহলি: বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়াশোনা শুরু ৷ ক্লাস নাইন সেখানেই পড়েছিলেন বিরাট ৷ এরপর ক্রিকেটে মনোনিবেশ করার জন্য তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছিল স্যাভিয়ের কনভের পশ্চিম বিহারে ৷ সেখানেই ক্লাস টুয়েলভ পাশ করেন কোহলি ৷ পড়াশোনায় খুবই ভাল ছিলেন তিনি ৷ কিন্তু এরপর আর পড়া এগিয়ে নিয়ে যেতে পারেননি ৷
এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
এম এস ধোনি: পুরোদমে খেলা শুরুর আগে দশম শ্রেণি পর্যন্ত শেষ করেছিলেন ধোনি ৷ এরপর খেলার সময় বাঁচিয়ে বেশ কষ্ট করেই দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়েছিলেন ভারতীয় টিমের বর্তমান মেরুদণ্ড ৷ পড়াশোনা করার প্রবল আগ্রহ নিয়ে মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে বি.কম নিয়ে নামও লেখান ধোনি ৷ কিন্তু সেই পড়া শেষ করতে পারেননি ৷
ভারতীয় দলে সব থেকে কম পড়াশোনা করা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন। তার পর ক্রিকেট খেলবেন বলে আর তিনি পড়াশোনা করেননি।
ভারতীয় দলে সব থেকে কম পড়াশোনা করা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তিনি ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন। তার পর ক্রিকেট খেলবেন বলে আর তিনি পড়াশোনা করেননি।