মোদিকে হুঁশিয়ারি মমতার৷

Mamata Banerjee on Narendra Modi: ‘আপনার চেয়ার টলমল করে দেব!’ সরাসরি মোদিকেই হুঁশিয়ারি মমতার

কলকাতা: আরজি কর কাণ্ডের জেরে শুরু হওয়া আন্দোলনকে অস্ত্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কোমর বেঁধে আন্দোলনে নেমেছে বিজেপি৷ এবার মেয়ো রোডের সমাবেশ থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়ার টলমল করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও মুখ্যমন্ত্রীও এ দিন বলেছেন, তিনি অশান্তি চান না৷ তবে চক্রান্তকারীদের মুখোশ খুলে দেওয়ার জন্যও দলের কর্মী, সমর্থকদের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল অশান্তি ছড়িয়েছিল কলকাতা এবং হাওড়ায়৷ আজও বিজেপির ডাকা বাংলা বনধকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ছড়িয়েছে৷ মুখ্যমন্ত্রীও এ দিন অভিযোগ করেছেন, আমরা চাই দোষীর ফাঁসি হোক, আর ওদের বডি চাই৷ পুলিশ কাল সংযম যথেষ্ট সংযম দেখিয়েছে৷

এর পরেই মহিলাদের উপরে অত্যাচার নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ হুঁশিয়ারির সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় আগুন লাগানোর চেষ্টা করলে অসম, উত্তর পূর্ব ভারত, উত্তরপ্রদেশ, দিল্লি কোথাও আগুন থেমে থাকবে না। ক্ষমতা দখলের লড়াই করতে চাইছেন? আপনার চেয়ার টলমল করে দেব। আপনার দল আমাকে কতটা চেনে তা জানিনা। যতই ফান্ডিং করুন। ফান্ডিং এন্ডিং করে দেব।’

আরও পড়ুন: নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজের সায়ন লাহিড়ি গ্রেফতার, ষড়যন্ত্রের অভিযোগ

এখানেই শেষ নয়, যাঁরা অশান্তি করছেন, তাঁদেরকেও সতর্ক করে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি কাউকে গায়ে হাত দিতে বলব না। কারও মৃত্যু চাই না। বাংলায় থাকবেন আর অত্যাচার করবেন সেটা হবে না। অনেক সহ্য করছি। দুর্বল ভাববেন না। ক্ষমতা থাকলে টাচ করে দেখান।’

এ দিনের সমাবেশ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ধর্ষণ করলেই যাতে ফাঁসির শাস্তি হয়, সেই মর্মে কড়া আইন প্রণয়ন করতে চায় রাজ্য সরকার৷ আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দশ দিনের মধ্যে সেই বিল পাস করা হবে৷