আপনার Aadhaar Card নিয়ে কেউ খারাপ কাজে ব্যবহার করছে না তো? বুঝবেন কীভাবে?

ভারতীয় নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। এটা মূলত সারা দেশে পরিচয় এবং ঠিকানার প্রামাণ্য নথি হিসেবে কাজ করে। সরকারি স্কিম, টেলিকমিউনিকেশনস, ব্যাঙ্কিংয়ের মতো একাধিক পরিষেবা পাওয়ার জন্য ১২-অঙ্কের আইডি নম্বরটি অত্যন্ত জরুরি। যদিও অনেক সময় আধার কার্ড চুরি যেতে পারে কিংবা হারিয়েও যেতে পারে। তাই আধার কার্ডের তথ্য সব সময় সুরক্ষিত রাখা আবশ্যক। সেই সঙ্গে এর অপব্যবহার হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে।
ভারতীয় নাগরিকদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড। এটা মূলত সারা দেশে পরিচয় এবং ঠিকানার প্রামাণ্য নথি হিসেবে কাজ করে। সরকারি স্কিম, টেলিকমিউনিকেশনস, ব্যাঙ্কিংয়ের মতো একাধিক পরিষেবা পাওয়ার জন্য ১২-অঙ্কের আইডি নম্বরটি অত্যন্ত জরুরি। যদিও অনেক সময় আধার কার্ড চুরি যেতে পারে কিংবা হারিয়েও যেতে পারে। তাই আধার কার্ডের তথ্য সব সময় সুরক্ষিত রাখা আবশ্যক। সেই সঙ্গে এর অপব্যবহার হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে।
ব্যবহারকারীর আধার কার্ড অপব্যবহার হচ্ছে কি না, তা অনলাইনে পরীক্ষা করার উপায়:myAadhaar পোর্টালে যেতে হবে:
প্রথমে অফিসিয়াল myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।
ব্যবহারকারীর আধার কার্ড অপব্যবহার হচ্ছে কি না, তা অনলাইনে পরীক্ষা করার উপায়:
myAadhaar পোর্টালে যেতে হবে:
প্রথমে অফিসিয়াল myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।
লগ ইন:নিজের আধার নম্বর, ক্যাপচা কোড দিতে হবে। এরপর Login With OTP-তে ক্লিক করতে হবে।
লগ ইন:
নিজের আধার নম্বর, ক্যাপচা কোড দিতে হবে। এরপর Login With OTP-তে ক্লিক করতে হবে।
ওটিপি যাচাই:রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে হবে। তারপর Login অপশনে ক্লিক করতে হবে।
ওটিপি যাচাই:
রেজিস্টার্ড মোবাইল নম্বরে পাঠানো ওটিপি দিতে হবে। তারপর Login অপশনে ক্লিক করতে হবে।
Authentication History দেখতে হবে:Authentication History সিলেক্ট করতে হবে। আধার ব্যবহারের ইতিহাস জানার জন্য তারিখের মেয়াদ বেছে নিতে হবে। সন্দেহজনক কিছু দেখলে সরাসরি তা জানাতে হবে UIDAI ওয়েবসাইটে।
Authentication History দেখতে হবে:
Authentication History সিলেক্ট করতে হবে। আধার ব্যবহারের ইতিহাস জানার জন্য তারিখের মেয়াদ বেছে নিতে হবে। সন্দেহজনক কিছু দেখলে সরাসরি তা জানাতে হবে UIDAI ওয়েবসাইটে।
অনলাইনে আধার কার্ড বায়োমেট্রিক লক করার উপায়:myAadhaar পোর্টালে অ্যাক্সেস:
প্রথমে অফিসিয়াল myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।
অনলাইনে আধার কার্ড বায়োমেট্রিক লক করার উপায়:
myAadhaar পোর্টালে অ্যাক্সেস:
প্রথমে অফিসিয়াল myAadhaar ওয়েবসাইটে যেতে হবে।
লক আধার:এরপর Lock/Unlock Aadhaar-এ ক্লিক করতে হবে। সমস্ত নির্দেশিকা পড়তে হবে এবং এগিয়ে যেতে হবে।
লক আধার:
এরপর Lock/Unlock Aadhaar-এ ক্লিক করতে হবে। সমস্ত নির্দেশিকা পড়তে হবে এবং এগিয়ে যেতে হবে।
তথ্য দিতে হবে:নিজের ভার্চুয়াল আইডি, পুরো নাম, পিন কোড এবং ক্যাপচা দিতে হবে। এরপর Send OTP-তে ক্লিক করতে হবে।
তথ্য দিতে হবে:
নিজের ভার্চুয়াল আইডি, পুরো নাম, পিন কোড এবং ক্যাপচা দিতে হবে। এরপর Send OTP-তে ক্লিক করতে হবে।
প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:এবার ওটিপি দিতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করে আধার লক করতে হবে।
প্রক্রিয়া সম্পন্ন করতে হবে:
এবার ওটিপি দিতে হবে। এরপর Submit অপশনে ক্লিক করে আধার লক করতে হবে।
আধারের অপব্যবহার সংক্রান্ত অভিযোগের জন্য:এই সংক্রান্ত অভিযোগ দায়ের করতে হলে ১৯৪৭ এই নম্বরে কল করতে হবে। অথবা help@uidai.gov.in-এ ই-মেল করতে হবে। এছাড়াও UIDAI ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানো যেতে পারে।
আধারের অপব্যবহার সংক্রান্ত অভিযোগের জন্য:
এই সংক্রান্ত অভিযোগ দায়ের করতে হলে ১৯৪৭ এই নম্বরে কল করতে হবে। অথবা help@uidai.gov.in-এ ই-মেল করতে হবে। এছাড়াও UIDAI ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানো যেতে পারে।
আধার কার্ডের ফটোকপির অপব্যবহার ঠেকানোর উপায়:অ্যাটেস্ট করানো:
ফটোকপির উপর স্বাক্ষর করা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি উদ্দেশ্য, সময়, দিনক্ষণও থাকা আবশ্যক।
আধার কার্ডের ফটোকপির অপব্যবহার ঠেকানোর উপায়:
অ্যাটেস্ট করানো:
ফটোকপির উপর স্বাক্ষর করা আছে কি না, তা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি উদ্দেশ্য, সময়, দিনক্ষণও থাকা আবশ্যক।
মাস্কড আধারের ব্যবহার:মাস্কড আধার ডাউনলোড করতে হবে। আসলে এখানে নম্বরের প্রথম আটটি ডিজিট অস্পষ্ট থাকে। এর জন্য myAadhaar পোর্টালে যেতে হবে। Download Aadhaar অপশন সিলেক্ট করতে হবে। ‘Do you want a masked Aadhaar?’ অপশন বেছে নিতে হবে। একেবারে শেষে ডকুমেন্টটি ডাউনলোড করতে হবে।
মাস্কড আধারের ব্যবহার:
মাস্কড আধার ডাউনলোড করতে হবে। আসলে এখানে নম্বরের প্রথম আটটি ডিজিট অস্পষ্ট থাকে। এর জন্য myAadhaar পোর্টালে যেতে হবে। Download Aadhaar অপশন সিলেক্ট করতে হবে। ‘Do you want a masked Aadhaar?’ অপশন বেছে নিতে হবে। একেবারে শেষে ডকুমেন্টটি ডাউনলোড করতে হবে।