Tag Archives: Aaadhaar Card Update

Aadhaar Card update: আধার আপডেট করছেন ? জানেন তো কী কী তথ্য কখনওই পরিবর্তন করা যাবে না?

আজকালকার ডিজিটাল যুগে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাসের কানেকশন পেতে কিংবা একটি নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড অপরিহার্য। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। আসলে বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল আধার কার্ড।
আজকালকার ডিজিটাল যুগে আধার কার্ড আপডেট করা অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, গ্যাসের কানেকশন পেতে কিংবা একটি নতুন সিম কার্ড কিনতে আধার কার্ড অপরিহার্য। এটা আমরা সকলেই জেনে গিয়েছি। আসলে বর্তমানে ভারতীয় নাগরিকত্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল আধার কার্ড।
তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেনও এর উপর নির্ভর করে এবং অন্যরা এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কোনও পরিবর্তন করার থাকলে গ্রাহকরা পছন্দসই তথ্য পরিবর্তন করতে পারবেন না। কারণ আধার কার্ডে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য থাকে।
তবে শুধু আধার কার্ড থাকাটাই যথেষ্ট নয়। সমস্ত বিবরণ সঠিক রয়েছে কি না, সেটা দেখেশুনে নেওয়াটাও অত্যন্ত জরুরি। কারণ ব্যাঙ্কের লেনদেনও এর উপর নির্ভর করে এবং অন্যরা এটিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করে থাকেন। কিন্তু এতে কোনও পরিবর্তন করার থাকলে গ্রাহকরা পছন্দসই তথ্য পরিবর্তন করতে পারবেন না। কারণ আধার কার্ডে গ্রাহকদের বায়োমেট্রিক তথ্য থাকে।
সেই সঙ্গে এর মধ্যে গ্রাহকদের জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য থাকে। কিন্তু এমন কিছু তথ্য থাকে, যা একবারই পরিবর্তন করা যায়। তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
সেই সঙ্গে এর মধ্যে গ্রাহকদের জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বরের মতো সংবেদনশীল তথ্য থাকে। কিন্তু এমন কিছু তথ্য থাকে, যা একবারই পরিবর্তন করা যায়। তাহলে আজকের প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা করে নেওয়া যাক।
আধার কার্ডে কী কী পরিবর্তন করা যায় না?আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর কখনওই পরিবর্তন করা যায় না। একবার এটি গ্রাহকের নামে জারি হয়ে গেলে এটি সারা জীবন সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে থেকে যায়। অবশ্য গ্রাহক নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তবে আধার নম্বর কখনওই পরিবর্তিত হবে না। আধার কার্ডে গ্রাহকের আঙুলের ছাপ, রেটিনার মতো বায়োমেট্রিক তথ্য থাকে। আর এই সব তথ্য কখনওই পরিবর্তন করা যায় না।
আধার কার্ডে কী কী পরিবর্তন করা যায় না?
আধার কার্ডের ১২ ডিজিটের নম্বর কখনওই পরিবর্তন করা যায় না। একবার এটি গ্রাহকের নামে জারি হয়ে গেলে এটি সারা জীবন সংশ্লিষ্ট গ্রাহকের সঙ্গে থেকে যায়। অবশ্য গ্রাহক নতুন আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তবে আধার নম্বর কখনওই পরিবর্তিত হবে না। আধার কার্ডে গ্রাহকের আঙুলের ছাপ, রেটিনার মতো বায়োমেট্রিক তথ্য থাকে। আর এই সব তথ্য কখনওই পরিবর্তন করা যায় না।
একবার বদলে গেলে:আধার কার্ডের কিছু বিবরণ শুধুমাত্র একবারই পরিবর্তন করা সম্ভব। আসলে কোনও ভুলের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ শুধুমাত্র একবারই তা সংশোধন করার সুযোগ দেন। এই তালিকায় পড়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং লিঙ্গ। এটি একবারের বেশি আপডেট করা যায় না। এছাড়া আধার কার্ডে দু’বারের বেশি নাম পরিবর্তন করারও অনুমতি নেই। তবে বাকি বিষয়গুলি অনেক বার আপডেট করা যেতে পারে।
একবার বদলে গেলে:
আধার কার্ডের কিছু বিবরণ শুধুমাত্র একবারই পরিবর্তন করা সম্ভব। আসলে কোনও ভুলের ক্ষেত্রে আধার কর্তৃপক্ষ শুধুমাত্র একবারই তা সংশোধন করার সুযোগ দেন। এই তালিকায় পড়ে শুধুমাত্র জন্ম তারিখ এবং লিঙ্গ। এটি একবারের বেশি আপডেট করা যায় না। এছাড়া আধার কার্ডে দু’বারের বেশি নাম পরিবর্তন করারও অনুমতি নেই। তবে বাকি বিষয়গুলি অনেক বার আপডেট করা যেতে পারে।
বিনামূল্যে আপডেট:আধার কার্ডে কোনও ভুল থাকলে বিনামূল্যে UIDAI ওয়েবসাইটে গিয়ে তা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি লাগে না। কিন্তু বিনামূল্যে আপডেটের শেষ দিন শুধুমাত্র ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার কার্ড আপডেট করা সম্ভব।
বিনামূল্যে আপডেট:
আধার কার্ডে কোনও ভুল থাকলে বিনামূল্যে UIDAI ওয়েবসাইটে গিয়ে তা অনলাইনে আপডেট করা যাবে। এর জন্য কোনও ফি লাগে না। কিন্তু বিনামূল্যে আপডেটের শেষ দিন শুধুমাত্র ১৪ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আধার কার্ড আপডেট করা সম্ভব।
ফ্রি পিরিয়ডের পরে এই পরিমাণ টাকা দিতে হবে:গ্রাহকরা যদি কোনও অফলাইন আধার কেন্দ্রে যান এবং কোনও তথ্য আপডেট করতে চান, তবে তাঁদের ৫০ টাকা করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে অনলাইনে কোনও তথ্য আপডেট করা যায় না। তাই আধার কেন্দ্রে গিয়ে গ্রাহক নিজের মোবাইল নম্বরও আপডেট করতে পারেন।
ফ্রি পিরিয়ডের পরে এই পরিমাণ টাকা দিতে হবে: গ্রাহকরা যদি কোনও অফলাইন আধার কেন্দ্রে যান এবং কোনও তথ্য আপডেট করতে চান, তবে তাঁদের ৫০ টাকা করে দিতে হবে। এছাড়াও মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করা না থাকলে অনলাইনে কোনও তথ্য আপডেট করা যায় না। তাই আধার কেন্দ্রে গিয়ে গ্রাহক নিজের মোবাইল নম্বরও আপডেট করতে পারেন।

 

Big Update on Aadhaar: আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, দেখে নিন UIDAI কী জানাল!

আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার  ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার  সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
আধার নিয়ে বড় ঘোষণা সরকারের ৷ ফের সময়সীমা বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেট করার ৷ এর আগে ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময় দেওয়া হয়েছিল ৷ এবার সময়সীমা বাড়িয়ে ১৪ জুন, ২০২৪ করা হল ৷
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ UIDAI পোস্ট করে জানিয়েছে, লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখেই বিনামূল্যে অনলাইন ডকুমেন্টস আপলোড করার সুবিধা ১৪ জুন ২০২৪ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
কীভাবে আপডেট করবেন আধার ?
কীভাবে আপডেট করবেন আধার ?
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
একাধিক আধার কার্ড হোল্ডাররা গত ১০ বছরে কার্ডে কোনও আপডেট করেননি ৷ এর জেরে সমস্ত আধার কার্ড হোল্ডারদের UIDAI বিনামূল্যে আপডেট করার সুবিধা দিচ্ছে ৷ মাই আধার পোর্টাল (myAadhaar) থেকে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করার সুবিধা পাবেন ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
অনলাইনে ফ্রিতে ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন ৷ তবে, বায়োমেট্রিক আপডেট যেমন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের জন্য ব্যবহারকারীদের আধার সেন্টারে যেতে হবে ৷
কেন আধার আপডেট করা জরুরি ?
কেন আধার আপডেট করা জরুরি ?
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷
প্রত্যেক সরকারি যোজনা ও অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নতুন সিম কার্ড সব ক্ষেত্রেই আধার নম্বরের দরকার পড়ে ৷ দেশের সকল নাগরিকদের ক্ষেত্রে আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি ৷ এর পাশাপাশি সময় সময়ে আধার আপডেট করাও অত্যন্ত জরুরি ৷

Aadhaar Card Cancel: আধার কার্ড বাতিলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, কী বললেন? দেখুন

আধার বাতিলে কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রীর। ভোটের আগে সিএএ-এনআরসি চালুর ছক! কেন্দ্রের বিরুদ্ধে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলায় এনআরসি করতে দেবেন না। হুংকার মমতার।

Masked Aadhaar Download: লুকনো থাকবে আধার নম্বর, বেহাত হবে না আর! ধাপে ধাপে এই ভাবে ডাউনলোড করুন ‘মাস্কড আধার’

নয়াদিল্লি: আধার কার্ড থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে আজকাল আখছাড় অনলাইন জালিয়াতির মতো ঘটনা ঘটছে৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ তাছাড়া, হ্যাকারদের হাতে পড়ে গেলে তো আরও সমস্যা৷ অনায়াসেই বিদেশে ‘বিক্রি’ হয়ে যেতে পারে আপনার আমার আঙুলের ছাপ৷ এমন পরিস্থিতিতে আধার কার্ডকে সংরক্ষিত করা অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ৷ এক্ষেত্রে, মাস্কড আধার-ই হল একমাত্র উপায় যার মাধ্যমে আপনি আপনার আধার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য গোপন করে রাখতে পারবেন৷

মাস্কড আধার বা মুখোশযুক্ত আধার হল আধার কার্ডের এমন একটি বৈশিষ্ট্য যা ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন থরিটি অফ ইন্ডিয়া দ্বারা জারি করা নতুন আধার ফিচার। এটি আধার কার্ডের তথ্যকে আরও নিরাপত্তা দেবে। একটি মাস্কড আধার বা মুখোশযুক্ত আধারে, আধার নম্বরের নির্দিষ্ট সংখ্যাগুলি লুকোনো থাকে। এটি নাম, ফটোগ্রাফ এবং কিউআর কোডের মতো গুরুত্বপূর্ণ কিছু জিনিস ছাড়া বাকি তথ্য ঢেকে দেয়।

আরও পড়ুন:এবার সরকারি দফতরেও করা যাবে ইন্টার্নশিপ! কারা পাবে সুযোগ? টাকাই বা দেওয়া হবে কত? জানালেন মমতা

আধার হল একটি ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর৷ যা ইউআইডিএআই তাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডেটার উপর ভিত্তি করে জারি করেছে। প্রতিটি ভারতীয় নাগরিকের নির্দিষ্ট ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর রয়েছে৷

মাস্কড আধার হল আধার কার্ডের এমন এক ভার্সন, যেখানে ব্যবহারকারীদের আধার নম্বরের প্রথম ৮টি সংখ্যা ‘X’ দিয়ে প্রতিস্থাপিত করা হয়। এটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করে৷ পুরো আধার নম্বর সকলের সামনে প্রকাশ করে না৷ ফলে তা অপব্যবহারের সম্ভাবনা কমে।

মাস্কড আধার কার্ড ব্যবহারের একাধিক সুবিধা রয়েছে, এখানে তার কিছু পয়েন্ট জানানো হল-

• এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করে

• এটি ব্যবহারকারীর আধার নম্বরের অপব্যবহার থেকে বাধা দেয়

• এটি বেশিরভাগ সংস্থা দ্বারা গৃহীত হয়

• ব্যবহারকারীর যদি কারও সঙ্গে আধার নম্বর শেয়ার করার প্রয়োজন হয়, তাহলে ব্যবহারকারীর সম্পূর্ণ আধার নম্বরের পরিবর্তে মাস্কড আধার শেয়ার করতে পারেন। এটি ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষা করতে সাহায্য করবে।

মাস্কড আধার ডাউনলোড করার প্রক্রিয়া

আরও পড়ুন: মাত্র ৫ টাকাতেই অব্যর্থ ওষুধ! মাসিকের সমস্যা থেকে বন্ধ্যাত্ব, হবে নির্মূল…এই টোটকায়

একটি মাস্কড আধার পেতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-

• ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে https://uidai.gov.in/ যেতে হবে

• “মাই আধার” বিভাগের অধীনে, “ডাউনলোড আধার”-এ ক্লিক করতে হবে

• আধার ডাউনলোড পেজে রিডাইরেক্ট করা হবে৷

• ১২ সংখ্যার আধার নম্বর বা ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডি লিখে, পুরো নাম, পিন কোড এবং নিরাপত্তা কোডের মতো অন্যান্য প্রয়োজনীয় বিবরণ লিখে

• “সিলেক্ট ইয়োর প্রেফারেন্স” বিভাগে গিয়ে “মাস্কড আধার” অপশন নির্বাচন করতে হবে৷

• রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপির (ওয়ান-টাইম পাসওয়ার্ড) অপশন বেছে নিতে হবে।

• প্রাপ্ত ওটিপি লিখে এবং ভেরিফাই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে৷

• তারপর পিডিএফ ফরম্যাটে মাস্কড আধার ডাউনলোড করা যাবে, যা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত থাকবে।