Nabanna: প্রায় ৭০০ শূন্যপদ! উচ্চ প্রাথমিকের পরে ফের সুখবর, একাধিক দফতরে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরে নিয়োগের সিদ্ধান্ত। প্রায় ৭০০টি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। তার মধ্যে রাজ্যের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরে ১৫০টিরও বেশি শূন্যপদ তৈরি হয়েছে৷ রাজ্য পুলিশের সাব ইনস্পেক্টর পদে প্রায় ৫০০টিরও বেশি শূন্যপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি, সংখ্যালঘু উন্নয়ন দফতর, স্বরাষ্ট্র দফতরেও কয়েকটি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আজ৷ খবর নবান্ন সূত্রের।

এদিনের মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণ ও নারী নির্যাতন নিয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিল আনার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এর পাশাপাশি, রাজ্যের একাধিক দফতরের কাজকর্ম নিয়েও খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, এদিন বেশ কয়েকজন মন্ত্রীর কাজ কর্ম নিয়েও তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেন মমতা৷

আরও পড়ুন: ‘ফাঁসির সাজা চাই..,’ বিধানসভায় ধর্ষণ নিয়ে কড়া বিল আনছেন মমতা! দুপুরের ঘোষণার পরে মন্ত্রিসভার বৈঠকেও সিদ্ধান্ত

সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য ও কারিগরি, আইন দফতরের কাজ নিয়ে ক্ষোভপ্রকাশ করেন মমতা। বলেন, ‘‘সাধারণ মানুষের কাজ হ্যাম্পার হচ্ছে। এমন কিছু হলে আমি ছেড়ে কথা বলব না। আমার কাছে প্রত্যেক জেলার ফিল্ড রিপোর্ট আসছে। আমার কাছে জেলা থেকে ফিল্ড রিপোর্ট আসছে। সবাইকে ভালভাবে কাজ করতে করতে হবে।’’ সব মন্ত্রীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।

আইনমন্ত্রী মলয় ঘটকের কাজ নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ কড়া ভাষায় বলেন, ‘‘আপনি যদি চালাতে না পারেন আমি নিয়ে নেব। আইনে কী করছেন? বনধ নিয়ে কিছু করতে পারলেন না?’’

আরও পড়ুন: পুজোর আগেই উচ্চ প্রাথমিকে নিয়োগ! আদালতের নির্দেশ আসার পরেই আশার কথা শোনালেন শিক্ষমন্ত্রী

মন্ত্রী পুলক রায়কে বলেন, ‘‘কী করছ তুমি? বর্ধমানে তোমার পিএইচির কাজের উপর অভিযোগ আসছে। তারপর পিএইচির রাস্তা খোঁড়া হচ্ছে কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না। এমন অভিযোগও জমা পড়েছে। ঠিকভাবে কাজ করো।’’