Daily hours Spent on Mobile: কোন দেশের মানুষ সবচেয়ে বেশি মোবাইল ঘাঁটেন? ভারত রয়েছে কত নম্বরে? সামনে এল তালিকা

সারাদিনই মোবাইলে চোখ। যেন আঠার মতো সেঁটে রয়েছে। কখনও এই অ্যাপ, তো কখনও ওই অ্যাপ। কিবোর্ডে খুটখাট। রাত্রিরেও একই অবস্থা। ঘর অন্ধকার করে বুকে বালিশ গুঁজে মনের সুখে মোবাইল ঘাঁটা।
সারাদিনই মোবাইলে চোখ। যেন আঠার মতো সেঁটে রয়েছে। কখনও এই অ্যাপ, তো কখনও ওই অ্যাপ। কিবোর্ডে খুটখাট। রাত্রিরেও একই অবস্থা। ঘর অন্ধকার করে বুকে বালিশ গুঁজে মনের সুখে মোবাইল ঘাঁটা।
দেশের ঘরে ঘরে একই ছবি। বাড়িতে বড়রা বিরক্ত। কিন্তু কে শোনে কার কথা! মোবাইল যেন নেশার মতো। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের অবস্থা এটাই। তবে ফোনে সারাদিন মুখ গুঁজে থাকায় সবচেয়ে এগিয়ে ইন্দোনেশিয়া। ভারত রয়েছে ৬ নম্বর স্থানে।
দেশের ঘরে ঘরে একই ছবি। বাড়িতে বড়রা বিরক্ত। কিন্তু কে শোনে কার কথা! মোবাইল যেন নেশার মতো। শুধু ভারতে নয়, গোটা বিশ্বের অবস্থা এটাই। তবে ফোনে সারাদিন মুখ গুঁজে থাকায় সবচেয়ে এগিয়ে ইন্দোনেশিয়া। ভারত রয়েছে ৬ নম্বর স্থানে।
সম্প্রতি কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায় সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইওয়াই এবং এফ আইসিসিআই। সেখানেই উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার মানুষ। তাঁরা সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।
সম্প্রতি কোন দেশের মানুষ মোবাইলের বিভিন্ন অ্যাপে কতক্ষণ সময় কাটায় সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল ইওয়াই এবং এফ আইসিসিআই। সেখানেই উঠে এসেছে চমকে দেওয়া তথ্য। রিপোর্ট অনুযায়ী, প্রথম স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার মানুষ। তাঁরা সারাদিনে বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘণ্টা সময় কাটান।
দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পিছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে।
দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড। সে দেশের মানুষ বিভিন্ন অ্যাপের পিছনে সারাদিনে গড়ে ব্যয় করেন ৫.৬ ঘণ্টা। তৃতীয় স্থানে রয়েছে মেসির দেশ আর্জেন্টিনা। এখানকার মানুষ সারাদিনে ৫.৩ ঘণ্টা সময় কাটান মোবাইল অ্যাপে।
সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পিছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তাঁরা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন। তালিকার ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ভারত। সমীক্ষা অনুযায়ী, দিনের ৪.৮ ঘণ্টা মোবাইলে কাটান ভারতীয় নাগরিকরা।
সৌদি আরবের নাগরিকরাও মোবাইলের পিছনে সারাদিনে ব্যয় করেন ৫.৩ ঘণ্টা সময়। তাঁরা রয়েছেন এই তালিকার চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। সাম্বার দেশের মানুষ দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ঘেঁটেই কাটিয়ে দেন। তালিকার ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে ভারত। সমীক্ষা অনুযায়ী, দিনের ৪.৮ ঘণ্টা মোবাইলে কাটান ভারতীয় নাগরিকরা।