মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee: ‘না পারলে বলে দিন’, মন্ত্রিসভার বৈঠকে অগ্নিশর্মা মমতা! রোষে কোন কোন মন্ত্রী?

কলকাতা: রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর কাজে রীতিমতে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই একাধিক মন্ত্রীর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ সেচ, পঞ্চায়েত, জনস্বাস্থ্য ও কারগরি বা পিএইচই, আইন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীদের এ দিন মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয়েছে বলেই সূত্রের খবর৷

আরজি কর কাণ্ড নিয়ে এমনিতেই যথেষ্ট চাপে রয়েছে রাজ্য সরকার৷ তার মধ্যে এ দিনই ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক৷ সূত্রের খবর, বিভিন্ন দফতরের কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, সাধারণ মানুষের কাজ ব্যাহত হচ্ছে৷ এমন কিছু হলে আমি ছেড়ে কথা বলব না। আমার কাছে প্রত্যেক জেলার ফিল্ড রিপোর্ট আসছে। সবাইকে ভাল ভাবে কাজ করতে করতে হবে৷

আরও পড়ুন: অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে আসছিলেন, হাওড়ায় কনস্টেবলকে পিষে দিল বেপরোয়া বাস!

এর পরই মুখ্যমন্ত্রী রীতিমতো দফতর ধরে ধরে মন্ত্রীদের প্রশ্ন করতে থাকেন বলেই সূত্রের খবর৷ জানা গিয়েছে, আইন দফতরের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ আইনমন্ত্রী মলয় ঘটকের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি যদি চালাতে না পারেন আমি নিয়ে নেব। আইনে কি করছেন? বনধ নিয়ে কিছু করতে পারলেন না?’

আইনমন্ত্রীর পরে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে৷ সূত্রের খবর, পুলক রায়কে মুখ্যমন্ত্রী বলেন, ‘কী করছ তুমি? র্ধমানে তোমার পিএইচির কাজের উপর অভিযোগ আসছে। তারপর পিএইচির রাস্তা খোড়া হচ্ছে কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না। এমন অভিযোগ ও জমা পড়েছে। ঠিকভাবে কাজ করো।’ অন্যান্য দফতরের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার জন্যও পুলক রায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷

মঙ্গলবারের নবান্ন অভিযানে একাধিক পুলিশকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ এ দিন সেই পুলিশকর্মীদের সঙ্গে দেখা করার জন্যও ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো সিনিয়র মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷