Nabanna Abhijan: নবান্ন অভিযানে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা! মুখ্যমন্ত্রীর হয়ে সেই পুলিশ সার্জেন্টকে ফল দিয়ে এলেন মুখ্যসচিব

কলকাতা: নবান্ন অভিযানের দিন বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত কলকাতা পুলিশের সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর সঙ্গে বৃহস্পতিবার হাসপাতালে দেখা করতে গেলে রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা৷

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই এদিন দেবাশিস চক্রবর্তীর সঙ্গে হাসপাতালে দেখা করতে যান বিপি গোপালিকা। মুখ্যমন্ত্রীর তরফে ফল ও শুভেচ্ছা বার্তা দেওয়া হয় আক্রান্ত পুলিশের আধিকারিককে।

মুখ্যমন্ত্রীর তরফে আক্রান্ত সার্জেন্টকে মুখ্যসচিব জানান, ‘‘রাজ্য সরকার আপনার ও আপনার পরিবারের পাশে রয়েছে।’’

আরও পড়ুন: তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে, কেন করেছিলেন ‘ফোঁস’ মন্তব্য? বুঝিয়ে দিলেন মমতা

নবান্ন অভিযান চলাকালীন খিদিরপুরের কাছে ফারলঙ গেটে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন দেবাশিস চক্রবর্তী নামের ওই সার্জেন্ট৷ ২০১৫ ব্যাচের ওই সার্জেন্ট বর্তমানে কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের সাইবার সেলের ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন তিনি৷

পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় একটি গাড়ির ভিতরেই ছিলেন দেবাশিস এবং অন্যান্য কয়েকজন পুলিশকর্মী৷ সেই সময় কিংগস ওয়ে ধরে একদল বিক্ষোভকারী এগিয়ে আসছিলেন৷ আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে থাকে তারা৷ তখনই একটি ইটের টুকরো এসে সরাসরি গাড়ির ভিতরে বসে থাকা ওই সার্জেন্টের বাঁ চোখে লাগে৷ সঙ্গে সঙ্গেই দৃষ্টিশক্তি হারান তিনি৷ রক্তাক্ত ওই সার্জেন্টের ছবি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমেও৷

আরও পড়ুন: আরজি কর কাণ্ড নিয়ে ঝাঁঝ বাড়াতে মরিয়া বিজেপি! আজ থেকে ডোরিনা ক্রসিংয়ে মঞ্চ বেঁধে ধরনা

মঙ্গলবার রাতেই কলকাতার একটি বেসরকারি চক্ষু হাসপাতালে ওই সার্জেন্টের বাঁ চোখের অস্ত্রোপচার করেন চিকিৎসকরা৷ কিন্তু সেই অস্ত্রোপচারের পরেও দেবাশিসবাবুর দৃষ্টিশক্তি ফেরা নিয়ে সংশয়ে চিকিৎসকেরা৷ আহত সার্জেন্টের পরিবারকে চিকিৎসকরা জানিয়েছেন, দেবাশিসবাবুর বাঁ চোখের রেটিনা এবং কর্নিয়ায় গুরুতর আঘাত লেগেছে৷ তাঁর চোখের আরও একটি অস্ত্রোপচার হবে৷ তার পরই জানা যাবে দেবাশিসবাবু দৃষ্টিশক্তি ফিরে পাবেন কি না৷

তবে বুধবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তাঁকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য।