দুধিয়া

Weekend Trip: শিলিগুড়ির একেবারে কাছেই এই জায়গা, ছবির চেয়েও সুন্দর, পুজোয় ঘুরে আসুন

*শহরের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছেন ঘরে থাকতে ভাললাগছে না? তাহলে এই একঘেয়েমি তীব্র গরম থেকে দূরে দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে একদম কাছে দুধিয়ার বালাসন নদীর ধারে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসুন। চারিদিকে পাহাড় প্রকৃতির মাঝে এই বালাসন নদীর ধারে কিছুটা সময় কাটালে নিমেষে এই মন ভাল হয়ে যাবে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
*শহরের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গেছেন ঘরে থাকতে ভাললাগছে না? তাহলে এই একঘেয়েমি তীব্র গরম থেকে দূরে দার্জিলিং জেলার শিলিগুড়ি থেকে একদম কাছে দুধিয়ার বালাসন নদীর ধারে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটিয়ে আসুন। চারিদিকে পাহাড় প্রকৃতির মাঝে এই বালাসন নদীর ধারে কিছুটা সময় কাটালে নিমেষে এই মন ভাল হয়ে যাবে। প্রতিবেদনঃ সুজয় ঘোষ। ফাইল ছবি।
*শুধু শীতের সময় বা পিকনিকের মরশুমে নয় সারা বছরই প্রচুর মানুষ ভিড় জমায় এই জায়গায়। শিলিগুড়ি মিরিকগামী জাতীয় জাতীয় সড়ক দিয়ে যাবার পথেই দুধিয়া বাজারেই রয়েছে সুন্দর এই জায়গা। ফাইল ছবি।
*শুধু শীতের সময় বা পিকনিকের মরশুমে নয় সারা বছরই প্রচুর মানুষ ভিড় জমায় এই জায়গায়। শিলিগুড়ি মিরিকগামী জাতীয় জাতীয় সড়ক দিয়ে যাবার পথেই দুধিয়া বাজারেই রয়েছে সুন্দর এই জায়গা। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে সেখানে ঘুরতে যাওয়া এক পর্যটক বলেন চারিদিকে প্রকৃতির মাঝে শহরের গরম থেকে দূরে নদীর জলে গা ভিজিয়ে নিমেষেই যেন মন শান্তি হয়ে গেল। চারিদিকে পাহাড়ের মাঝে আপন গতিতে বয়ে চলা পাহাড়ি খরস্রোতা বালাসন নদীর ঠান্ডা জলে কিছুটা সময় কাটালে সমস্ত ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। ফাইল ছবি।
*এ প্রসঙ্গে সেখানে ঘুরতে যাওয়া এক পর্যটক বলেন চারিদিকে প্রকৃতির মাঝে শহরের গরম থেকে দূরে নদীর জলে গা ভিজিয়ে নিমেষেই যেন মন শান্তি হয়ে গেল। চারিদিকে পাহাড়ের মাঝে আপন গতিতে বয়ে চলা পাহাড়ি খরস্রোতা বালাসন নদীর ঠান্ডা জলে কিছুটা সময় কাটালে সমস্ত ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। ফাইল ছবি।
*তাই আর দেরি না করে আপনিও শহরের কোলাহল এবং নাজেহাল গরম থেকে কিছুটা রেহাই পেতে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসুন দুধিয়া পিকনিক স্পট থেকে। ফাইল ছবি।
*তাই আর দেরি না করে আপনিও শহরের কোলাহল এবং নাজেহাল গরম থেকে কিছুটা রেহাই পেতে পরিবার এবং বন্ধুবান্ধবদের নিয়ে ঘুরে আসুন দুধিয়া পিকনিক স্পট থেকে। ফাইল ছবি।
*সারা বছরই পর্যটকদের জন্য এই জায়গাটি খোলা থাকে। নদীর ধারেই মনোরম পরিবেশে ছোট ছোট বেশ কয়েকটি দোকানো রয়েছে, আপনি চাইলে নদীর ধারে বসে নিজের পছন্দের মম থেকে শুরু করে নানান ধরনের লোকাল সুস্বাদু খাবারের মজা উপভোগ করতে পারেন। ফাইল ছবি।
*সারা বছরই পর্যটকদের জন্য এই জায়গাটি খোলা থাকে। নদীর ধারেই মনোরম পরিবেশে ছোট ছোট বেশ কয়েকটি দোকানো রয়েছে, আপনি চাইলে নদীর ধারে বসে নিজের পছন্দের মম থেকে শুরু করে নানান ধরনের লোকাল সুস্বাদু খাবারের মজা উপভোগ করতে পারেন। ফাইল ছবি।