Nabanna Abhijan: কোনও কড়া পদক্ষেপ নয়, ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীকে দ্রুত মুক্তি! স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: গত সোমবার নবান্ন চলো অভিযানে গ্রেফতার হওয়া ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের’ নেতা সায়ন লাহিড়ীকে পুলিশি হেফাজত থেকে মুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা৷ শুধু তাই নয়, ওই ছাত্রনেতাকে মুক্ত করার জন্য পুলিশকে সময়সীমাও বেঁধে দিয়েছে আদালত৷ জানানো হয়েছে, আগামিকাল, শনিবার দুপুর ২টোর মধ্যে মুক্ত করতে হবে সায়ন লাহিড়ীকে৷ পাশাপাশি, তাঁর বিরুদ্ধে অন্য কোনও এফআইআর থাকলেও তা নিয়ে পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত৷

এবিষয়ে রাজ্যকে হলফনামার নির্দেশও দেওয়া হয়েছে শুক্রবার। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে এই হলফনামা দিতে হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার শুনানি চলাকালীন ছাত্রসমাজের নেতা সায়নের গ্রেফতারি প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন তোলে হাইকোর্ট৷ প্রশ্ন করা হয়, সায়ন কি এতটাই প্রভাবশালী যে তাঁর ডাকে এত মানুষ বিক্ষোভে শামিল হতে পারেন?

আরও পড়ুন: আরজি করের সেমিনার রুমে মৃতদেহের কাছে কারা, বিতর্ক থামাতে চিনিয়ে দিল লালবাজার

রাজ্যের বক্তব্য ছিল, পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও ওই ছাত্রনেতা নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন৷ আর সেইদিনেক কর্মসূচি মোটেই শান্তিপূর্ণ ছিল না৷ সেই সময় আদালত প্রশ্ন করে, সায়ন কোনও রাজনৈতিক দলের নেতা? রাজ্যের তরফে উত্তর আসে, ছাত্রনেতা৷

আরও পড়ুন: তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় আসনা…? সাইক্লোন নিয়ে চরম সতর্কতা! কোথায় কোথায় ধ্বংসলীলার আশঙ্কা? কী হবে বাংলায়? জানিয়ে দিল আইএমডি

হাইকোর্ট জানায়, এদিনের অভিযানের আগে সায়নের কোনও অতীত নেই, ওই ছাত্রনেতাও প্রভাবশালী নন বলে মন্তব্য করে আদালত৷ সায়নকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়৷