প্রেস্ক্রিপশনে এভাবেই প্রতিবাদ করেছেন চিকিৎসক দেবব্রত রায়৷

Raiganj doctor protest: পথে নয়, প্রেস্ক্রিপশনে প্রতিবাদ! বিচার চেয়েও ব্যতিক্রমী রায়গঞ্জের চিকিৎসক

মুক্তা সরকার, রায়গঞ্জ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা৷ সিনিয়র বহু চিকিৎসকও পরিষেবা চালু রেখেই এই আন্দোলনে পথে নেমেছেন৷ এরই মধ্যে আরজি কর কাণ্ডের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চিকিৎসক দেবব্রত রায়৷

রায়গঞ্জের ওই চিকিৎসক নিজের প্রেস্ক্রিপশনেই আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন৷ এর জন্য বিশেষ সিল তৈরি করেছেন তিনি৷ রোগীদের দেওয়া প্রেস্ক্রিপশনে ওষুধের নাম লেখার পাশাপাশি ওই সিলও মেরে দিচ্ছেন দেবব্রতবাবু৷ যাতে লেখা রয়েছে, আরজি কর: বিচার চাই৷ উই ওয়্যান্ট জাস্টিস৷ অপরাধ চক্রের বিনাস হোক৷

আরও পড়ুন: আরজি করের সেমিনার রুমে মৃতদেহের কাছে কারা, বিতর্ক থামাতে চিনিয়ে দিল লালবাজার

দেবব্রতবাবু নামে ওই চিকিৎসক বলেন, ‘আরজি করে একজন তরুণী চিকিৎসককে যেভাবে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে, তার পর হাসপাতাল ভাঙচুর করা হয়েছে, তাতে দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন৷ কিন্তু ঘটনার পর একুশ দিন কেটে গেলেও সেই তদন্ত এগিয়েছে কি এগোয়নি বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না৷ সেই কারণেই আমরা মর্মাহত, দুঃখিত এবং খানিকটা আশাহত৷ সেই কারণেই যাঁদের নিয়ে আমরা চলি, সেই রোগীদের আমরা বার্তা দিচ্ছি যে আমরাও এই আন্দোলনের পাশে আছি৷ সাধারণ মানুষও যাতে এই প্রতিবাদে শামিল হন, সেই আর্জি জানাতেই এ ভাবে প্রেস্ক্রিপশনের মাধ্যমে আর্জি জানাচ্ছি৷’

দেবব্রতবাবুর এই উদ্যোগে তাঁর কাছে আসা রোগীরাও খুশি৷ চিকিৎসকের মতো রায়গঞ্জবাসীরও দাবি, আরজি কর কাণ্ডে প্রকৃত দোষী যে বা যারাই হোক না কেন, দ্রুত তারা শাস্তি পাক৷