প্রতীকী ছবি৷

Kashipur: কর্তব্যরত অবস্থায় মদ্যপ দুই নিরাপত্তারক্ষী, খুনের হুমকি চিকিৎসককে! অবশেষে গ্রেফতার

কলকাতা: কাশীপুরের একটি সরকারি হাসপাতালে দুই মদ্যপ নিরাপত্তারক্ষীর অভব্য আচরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। এই ঘটনায় রীতিমত ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই কর্মীকে। মদ্যপ হয়ে এই আচরণ করায় রীতিমত আতঙ্কিত হয়ে থাকতেন ওই হাসপাতালের চিকিৎসক থেকে কর্মী সকলেই। বেসরকারি সংস্থা থেকে নিযুক্ত ওই দুই কর্মী চিকিৎসকদের খুনে হুমকিও দিতেন বলে অভিযোগ।
২০১৮ সালে ডেপুটি পুলিশ কমিশনার এবং এনফোর্সমেন্ট ডিরেকটরেটের তত্ত্বাবধানে এবং স্বাস্থ্যভবনের নির্দেশে এই দুই কর্মীকে নিযুক্ত করা হয়। এই দুই কর্মীর নাম ধর্মেন্দ্র প্রসাদ দাস এবং সৌরভ দে। অভিযোগ ওই হাসপাতালে কাজে যোগ দেওয়ার পর থেকেই কর্মরত অবস্থায় দুজনেই মদ্যপ অবস্থায় থাকতেন। এবং হাসপাতালে কর্তব্যরত ডাক্তার থেকে নার্স প্রত্যেকের সঙ্গেই অভব্য আচরণ করতেন। অভব্য আচরণ ছাড়াও তাঁদের খুনের হুমকিও দিতেন বলে অভিযোগ। এর আগে একাধিকবার স্বাস্থ্যভবনে অভিযোগ জানিয়েও ফল মেলেনি। অবশেষে গ্রেফতার হয়েছেন এই দুই অভিযুক্ত।