নতুন বন্দে ভারত স্লিপার কোচের ছবি প্রকাশ্যে! কবে আসছে? কী আছে ভিতরে? জেনে নিন

New Vande Bharat Sleeper: নতুন বন্দে ভারত স্লিপার কোচের ছবি প্রকাশ্যে! কবে আসছে? কী আছে ভিতরে? জেনে নিন

চলতি বছরের শেষের দিকে BEML দশটি নতুন স্লিপার বন্দে ভারত ট্রেনের রেক সরবরাহ করতে চলেছে।
চলতি বছরের শেষের দিকে BEML দশটি নতুন স্লিপার বন্দে ভারত ট্রেনের রেক সরবরাহ করতে চলেছে।
আজ বেঙ্গালুরুতে BEML ওয়ার্কশপে গিয়ে কাজ দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
আজ বেঙ্গালুরুতে BEML ওয়ার্কশপে গিয়ে কাজ দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি রেকে থাকতে চলেছে ১৬টি কোচ। এর মধ্যে ১১টি থাকবে এসি থ্রি টায়ার, ৪টি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ।
বন্দে ভারত স্লিপার ট্রেনের একটি রেকে থাকতে চলেছে ১৬টি কোচ। এর মধ্যে ১১টি থাকবে এসি থ্রি টিয়ার, ৪টি সেকেন্ড এসি এবং একটি ফার্স্ট এসি কোচ।
২০২৯ সালের মধ্যে সারা দেশে ২৫০টি স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছেন ভারতীয় রেলের।
২০২৯ সালের মধ্যে সারা দেশে ২৫০টি স্লিপার বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছেন ভারতীয় রেলের।
বন্দেভারতের স্লিপার সংস্করণ ১৬-কোচের ট্রেন হতে চলেছে৷ সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট।
বন্দেভারতের স্লিপার সংস্করণ ১৬-কোচের ট্রেন হতে চলেছে৷ সেখানে থাকবে চারটি বগির একটি ইউনিট।
ট্রেনের ভিতরে বড় কাচের জানালা। উপরের আসনের উচ্চতাও খুব বেশি রাখা হয়নি। এখানে বাঙ্কে ওঠার জন্য তৈরি সিঁড়ির ফাঁক কম রাখা হয়েছে। এছাড়া, সিঁড়িতে বসানো হয়েছে কুশন।
ট্রেনের ভিতরে বড় কাচের জানালা। উপরের আসনের উচ্চতাও খুব বেশি রাখা হয়নি। এখানে বাঙ্কে ওঠার জন্য তৈরি সিঁড়ির ফাঁক কম রাখা হয়েছে। এছাড়া, সিঁড়িতে বসানো হয়েছে কুশন।
এতে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, ক্যামেরা, শব্দ নিরোধক ব্যবস্থা, বড় চওড়া কাচের জানালা।
এতে থাকবে সেন্সর-ভিত্তিক আলো, ক্যামেরা, শব্দ নিরোধক ব্যবস্থা, বড় চওড়া কাচের জানালা।
এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য। আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি।
এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য। আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি।
রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট৷ এই সমস্ত উন্নতমানের সুবিধা, যা এ যাবৎকাল পর্যন্ত কোনও ভারতীয় ট্রেনে ছিল না।
রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট৷ এই সমস্ত উন্নতমানের সুবিধা, যা এ যাবৎকাল পর্যন্ত কোনও ভারতীয় ট্রেনে ছিল না।

 

এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য। আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি। এ ছাড়া, যে লাইটগুলো বসানো হয়েছে তা-ও বেশ অভিনব, যা কোচের জৌলুস আরও বাড়িয়ে দিচ্ছে।
এই ট্রেনেও একদিকে তিনটি আসন দেওয়া হয়েছে বসার জন্য। আসনের রংও বদলানো হয়েছে। সিটের রং রাখা হয়েছে খুবই হালকা বাদামি। এ ছাড়া, যে লাইটগুলো বসানো হয়েছে তা-ও বেশ অভিনব, যা কোচের জৌলুস আরও বাড়িয়ে দিচ্ছে।