Crime News: নিউ টাউনে শ্যুট আউট! গুলিতে ধনী ব্যবসায়ীর মৃত্যু, নেপথ্যে কে বা কারা

দক্ষিণ ২৪ পরগনা: নিজের দামি গাড়ি নিয়ে দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন নাসির উদ্দিন খান। প্রথমে হারোয়াতে নিজেদের ইটভাটায় গিয়েছিলেন। সন্ধ্যার পর সেখান থেকে নিউটাউনে যান। গভীর রাতে নিউ টাউনে শ্যুট আউটের ঘটনায় তাঁর মৃত্যু হয়। তিনি ইটের ব্যবসা করতেন। কিন্তু গত তিন বছর ধরে বিভিন্ন ইটভাটায় কয়লা সাপ্লাইয়ের ব্যবসায় ভালই ফুলে ফেঁপে উঠেছিলেন। ভাঙরের পোলেরহাটের পদ্ম পুকুরে বিলাশবহুল বাড়ি বানিয়েছিলেন নাসির। তাঁর মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবাক। পুলিশ সূত্রে খবর নিউটাউনে শ্যুট আউট। একজন গুলিবিদ্ধ।

ইকো পার্কের কাছে গুলি। একজন আশঙ্কাজনক। বাইকে এসে গুলি চালিয়ে দুই দুষ্কৃতী চম্পট। আহতের অবস্থা আশঙ্কাজনক কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরাগ ওরফে রফিকুল গাজীর সঙ্গে গত দু’বছর আগে হাড়োয়াতে ইটভাটার ব্যবসার শুরু করেছিল নাসির।

গত দু’বছর ব্যবসা চালানোর পর যখন হিসেবনিকাশের সময় এল, তখন ৭০ লক্ষ টাকারও বেশি গরমিল পান নাসির। এই নিয়ে নাসিরের সঙ্গে রফিকুলের অশান্তি চলছিল। নাসিরের পরিবারের সদস্যরা এই ঘটনার কথা জানত। এমনকি হিসেবনিকাশ নিয়ে সমস্যার কারণ দেখিয়ে ভাটার ম্যানেজারকেও বাদ দিয়েছিল রফিকুল। সূত্রের খবর, নিউ টাউনের রাম মন্দিরের কাছে পরাগ এবং নাসির ঘটনার কিছুক্ষণ আগেই পাশাপাশি বসেছিল। পাশেই ওত পেতে ছিল সুপারি কিলাররা। নাসিরকে দেখিয়ে ঘটনা স্থল ছাড়ে রফিকুল। তার পরেই খুন হন নাসির। নাসিরের
বাবা সিরাজ উদ্দিন ফাঁসির দাবি করেছেন রফিকুলের।

সুমন সাহা