প্যারালিম্পিক্সে ফের পদক ভারতের, রুপো জিতলেন যোগেশ কাঠুনিয়া

Paralympic Games Paris 2024: প্যারিস অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে দুর্দান্ত ভারতীয়রা, রুপো এনে দিলেন যোগেশ কাঠুনিয়া

প্যারিস: প্যারিস প্যারালিম্পিকে আরও একটি পদক জিতল ভারত। প্যারা-অ্যাথলিট যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোতে দেশের হয়ে রুপো জিতলেন৷  এই নিয়ে এই প্যারালিম্পিকে ভারতের পদকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। তাঁর জয়ে ফের একবার ক্রীড়ামহলে খুশির লহর৷  অ্যাথলেটিক্সে এটি ভারতের চতুর্থ পদক। রবিবার নিষাদ কুমার হাই জাম্পে দেশকে রুপো এনে দেন৷

অ্যাথলেটিক্সে ভারতের চতুর্থ পদক
প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রীড়াবিদদের৷  এখন পর্যন্ত ভারতীয় অ্যাথলিটরা দেশের হয়ে মোট চারটি পদক জিতেছেন।

—- Polls module would be displayed here —-

প্রীতি পাল মহিলাদের ১০০ মিটার দৌড়ে (T35) ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তারপর ২০০ মিটার দৌড়ে (T35) দেশের জন্য ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরও পড়ুন – Cricketer Wife Death: অকালে চলে গেলেন প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী, শোকের ছায়া সর্বস্তরে, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

নিষাদ কুমার, যিনি টোকিওতে রুপো জিতেছিলেন, তিনি চার বছর বাদেও পারফরম্যান্সের পুনরাবৃত্তি করেছেন এবং প্যারিসেও পুরুষদের হাই জাম্পে (T47) পদক জিতেছেন। সোমবার ফের যোগেশ কাঠুনিয়া ডিসকাস থ্রোতে রুপো  জিতে চমক দিয়েছেন৷