একপাশে জুনিয়র চিকিৎসকরা, উল্টো দিকে পুলিশ৷ অবরুদ্ধ লালবাজারের সামনের রাস্তা৷

Junior doctor Lalbazaar Abhijan: নগরপালের পদত্যাগ দাবি, রাস্তা দখল করে বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা! অনড় পুলিশও

কলকাতা: নগরপালের ইস্তফার দাবি তুলে লালবাজারের সামনে রাস্তা দখল করে বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা৷ এ দিন জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল৷ কিন্তু বেলা দুটো নাগাদ জুনিয়র চিকিৎসকদের মিছিল লালবাজারের কাছে পৌঁছতেই ব্যারিকেড করে মিছিল আটকে দেয়৷ তখনই ব্যারিকেডের সামনে রাস্তার উপরে বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷

বিক্ষোভকারীরা দাবি তোলেন, নগরপাল বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে৷ পাশাপাশি তাঁদের মিছিল লালবাজারের কাছে বেনটিংক্ট স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে৷

আরও পড়ুন: ‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম…’ আরজি কর ইস্যুতে মুখ খুলেই বোমা ফাটালেন মিঠুন চক্রবর্তী

যদিও পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের সেই দাবি মানা হয়নি৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, চাইলে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল লালবাজারে গিয়ে নগরপালের সঙ্গে দেখা করে নিজেদের দাবি দাওয়া জানাতে পারেন৷ পুলিশের এই প্রস্তাব অবশ্য ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা৷ তাঁরা সাফ জানিয়েছেন, পুলিশ কমিশনার বিনীত গোয়েল যতক্ষণ না পদক্ষেপ করবেন, তাঁরা রাস্তার উপরেই বসে থাকবেন৷

বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা বলেন, পুলিশ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে৷ আমরা একটানা ৩৬ থেকে ৪৮ ঘণ্টা নাইট ডিউটি করি৷ ফলে রাত জাগতে আমরা তৈরি৷

চিকিৎসকদের অনড় মনোভাব দেখে পুলিশের পক্ষ থেকে ফের বিক্ষোভকারীদের প্রস্তাব দেওয়া হয়, নগরপালের বদলে  অ্যাডিশনাল সিপি (১) এসে তাঁদের সঙ্গে কথা বলবেন৷ বিক্ষোভকারীরা সেই প্রস্তাবে রাজি হলেও জানিয়ে দেন, নিজেদের অবস্থান থেকে তাঁরা সরবেন না৷

বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁদের এই কর্মসূচির অভিযানের অনুমতি দেওয়া হয়, তখন পুলিশ জানিয়েছিল তাদের বেনটিক্ট স্ট্রিট পর্যন্ত যেতে দেওয়া হবে৷ কিন্তু এ দিন তাঁদের মিছিল ফিয়ার্স লেনের কাছে আটকে দেওয়া হয়৷