এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, শাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাস্কিন আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

Bangladesh vs Pakistan: দরকার আর ১৪৩ রান, পাকিস্তান চুনকাম করার দোরগোড়ায় বাংলাদেশ

রাওয়ালপিন্ডি: প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ। লাল বলের ক্রিকেটে এটাই ছিল পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু শান্টো-শাকিব-রহিমরা তখনও ভাবতে পারেননি পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ পাবেন। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের শেষে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে বাংলাদেশ। পঞ্চম দিনে কোও বড় অঘটন না ঘটলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিততে চলেছে বাংলা টাইগার্সরা।

ম্যাচে প্রথম ইনিংসে ২৭৪ রান করে পাকিস্তান। জবাবে প্রথম ইনিংসে প্রাথমিক ধাক্কা সামলে লিটন দাসের শতরান ও মেহেদি হাসান মিরাজের লড়াকু অর্ধশতরানের সৌজন্য সম্মানজনক স্কোর করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি হয় পাকিস্তানের। মাত্র ১৭২ রানে অলআউট হয়ে যায় পাক দল। বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান।

রান তাড়া করতে নেমে বৃষ্টি বিঘ্নিত চতুর্থ দিনের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪২। যে উইকেটে পাক ব্যাটাররা নাকানি-চোবানি খেয়েছে সেখানে জাকির হাসান ও শাদমান ইসলামের ঠান্ডা মাথার ব্যাটিং সত্যিই প্রশংসনীয়। ৩১ রানে জাকির হাসান ও ৯ রান করে অপরাজিত শাদমান ইসলাম। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। হাতে রয়েছে ১০ উইকেট।

আরও পড়ুনঃ KKR News: কোন প্লেয়ারদের এবার ধরে রাখছে কেকেআর? তালিকায় চমকে দেওয়া নাম! জানুন বিস্তারিত

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে পঞ্চম দিনে বাংলাদেশের হাতে রয়েছে ১৪৪ ওভার। যদিও এত সংখ্যক ওভারে একদিনে সম্ভব নয়। তবে নির্ধারিত একদিনের খেলা হলেই বাংলাদেশের পক্ষে ম্যাচ জেতায় খুব একটা কঠিন হবে না। আর পাকিস্তানকে ম্যাচ হারের হাত থেকে বাঁচাতে অবিশ্বাস্য কোনও স্পেল অথবা বৃষ্টি।