সন্দীপ ঘোষ গ্রেফতার

Sandip Ghosh Arrest: ‘৪ সেপ্টেম্বর রাতে…’, সন্দীপ ঘোষের গ্রেফতারিতে মুখ খুললেন নির্যাতিতা চিকিৎসকের বাবা! বিস্ফোরক ইঙ্গিত

কলকাতা: ১৬ দিনের জিজ্ঞাসাবাদ। তদন্তভার নেওয়ার ১৮ দিনের মাথায় সিবিআইয়ের হাতে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে প্রাক্তন দাপুটে এই অধ্যক্ষের গ্রেফতারিতে মোটেই খুশি নন নির্যাতিতার বাবা। সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর নিউজ ১৮ বাংলাকে তিনি বলেন, “সন্দীপ ঘোষের গ্রেফতারি নিয়ে খুশি নই। আরও যারা দোষী রয়েছে তারা যতক্ষণ গ্রেফতার না হবে, বিচারের আশায় আন্দোলন চালিয়ে যাব। শুধু সন্দীপ ঘোষ বা সঞ্জয় নয়, এর পেছনে আরও অনেকে জড়িত রয়েছে। তাদেরও গ্রেফতার করতে হবে।”

এখানেই শেষ নয়, আগামী ৪ সেপ্টেম্বর ‘রাত জাগো’ কর্মসূচিতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন নির্যাতিতার বাবা। পাশাপাশি ছাত্র ও চিকিৎসকরা যেভাবে তাঁর মেয়ের বিচারের জন্য রাস্তায় নামে আন্দোলন করছেন। তাদের সেই আন্দোলন শেষ পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুনঃ কৌশিকী অমাবস্যার রাত ভাসবে বৃষ্টিতে? আগামী ৪৮ ঘণ্টা বাংলার জেলায় জেলায় কেমন থাকবে আবহাওয়া? জানুন

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে শেষ পর্যন্ত গ্রেফতার করা হল হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করল সিবিআই৷ এ দিন সন্ধ্যায় সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসের সিবিআই দফতরে নিয়ে আসা হয়৷ এর পরই জানা যায়, সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে৷

আরও পড়ুনঃ আরজি কর দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার সন্দীপ ঘোষ! জালে তুলল সিবিআই

হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল৷ সন্দীপের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি, এমন কি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার৷ সেই অভিযোগের তদন্তে একাধিক বার আরজি কর হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই৷ এমন কি, হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসাররা৷

সুবীর দে