কৌশিকী অমাবস্যার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তারাপীঠ-সহ একাধিক কালীমন্দিরে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়৷

Kaushiki Amavasya Rituals: কৌশিকী অমাবস্যার রাতে তারা মায়ের সামনে এই রঙের পোশাক পরে প্রজ্বলন করুন প্রদীপ, অশুভ শক্তি দূর হয়ে পাবেন সৌভাগ্য, স্বস্তি ও অর্থ

কৌশিকী অমাবস্যার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তারাপীঠ-সহ একাধিক কালীমন্দিরে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়৷
কৌশিকী অমাবস্যার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তারাপীঠ-সহ একাধিক কালীমন্দিরে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়৷

 

এই তিথিতে পালনীয় কিছু নিষ্ঠা ও নিয়ম আছে৷ সেগুলি পালন করলে অশুভ প্রভাব দূর হয়৷ পাওয়া যায় সৌভাগ্য স্বস্তি ও অর্থসুখ৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ কৃষ্ণকুমার ভার্গব৷
এই তিথিতে পালনীয় কিছু নিষ্ঠা ও নিয়ম আছে৷ সেগুলি পালন করলে অশুভ প্রভাব দূর হয়৷ পাওয়া যায় সৌভাগ্য স্বস্তি ও অর্থসুখ৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ কৃষ্ণকুমার ভার্গব৷

 

কৌশিকী অমাবস্যায় লাল জবা ও বেলপাতার মালা তৈরি করে তারা মায়ের বিগ্রহে পরিয়ে দিন৷
কৌশিকী অমাবস্যায় লাল জবা ও বেলপাতার মালা তৈরি করে তারা মায়ের বিগ্রহে পরিয়ে দিন৷

 

তারা মায়ের পায়ে নিবেদন করুন আলতা, সিঁদুর, শাঁখা, পলা এবং নোয়া৷
তারা মায়ের পায়ে নিবেদন করুন আলতা, সিঁদুর, শাঁখা, পলা এবং নোয়া৷

 

এই তিথির সন্ধ্যায় লাল পোশাক পরে তারা মায়ের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷
এই তিথির সন্ধ্যায় লাল পোশাক পরে তারা মায়ের সামনে প্রজ্বলন করুন ঘিয়ের প্রদীপ৷

 

পুজোয় যে ধুনো প্রজ্বলন করবেন তাতে একটু কর্পূর মিশিয়ে নিন৷ তার পর সেই ধোঁয়া পৌঁছে দিন বাড়ির সর্বত্র৷
পুজোয় যে ধুনো প্রজ্বলন করবেন তাতে একটু কর্পূর মিশিয়ে নিন৷ তার পর সেই ধোঁয়া পৌঁছে দিন বাড়ির সর্বত্র৷