মাটির পসরা

Money Making Tips: অল্প পুঁজিতে এই ব্যবসা শুরু করে আয় করুন মোটা টাকা

অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার সুবর্ণ সুযোগ! বছরের প্রায় সারা বছর কম বেশি চাহিদা এই জিনিসের। বিভিন্ন রকম দৃষ্টি আকর্ষণীয় জিনিস। এই উৎসবের মরশুমে আরও বেশি চাহিদা।
অল্প পুঁজিতে লাভজনক ব্যবসার সুবর্ণ সুযোগ! বছরের প্রায় সারা বছর কম বেশি চাহিদা এই জিনিসের। বিভিন্ন রকম দৃষ্টি আকর্ষণীয় জিনিস। এই উৎসবের মরশুমে আরও বেশি চাহিদা।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর মরশুমে এই সমস্ত জিনিসের দারুণচাহিদা থাকে প্রতিবছর। বাংলার অন্যতম শিল্প মৃৎ শিল্প। এই শিল্প সামগ্রীর প্রতি মানুষের চাহিদা সর্বকালে। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে মাটির শিল্পে দারুন পরিবর্তন। ভারী বড় মাটির জিনিসপত্রর পরিবর্তে হালকা ও সৌখিন হয়েছে। সৌখিনতার জেরে আরও চাহিদা বেড়েছে কয়েক গুণ।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোর মরশুমে এই সমস্ত জিনিসের দারুণচাহিদা থাকে প্রতিবছর। বাংলার অন্যতম শিল্প মৃৎ শিল্প। এই শিল্প সামগ্রীর প্রতি মানুষের চাহিদা সর্বকালে। বর্তমান সময়ে যুগের সঙ্গে তাল মিলিয়ে মাটির শিল্পে দারুন পরিবর্তন। ভারী বড় মাটির জিনিসপত্রর পরিবর্তে হালকা ও সৌখিন হয়েছে। সৌখিনতার জেরে আরও চাহিদা বেড়েছে কয়েক গুণ।
প্রয়োজনীয় সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিস, এমনকি প্রিয় মানুষকে গিফট এর জন্য এই সমস্ত জিনিস দারুন উপযোগী। গত কয়েক বছরে এর চাহিদাও দারুন। সৌখিন মাটির জিনিসপত্র দারুন চাহিদার সঙ্গে বিকোচ্ছে সারা বাংলা জুড়ে।
প্রয়োজনীয় সামগ্রী থেকে ঘর সাজানোর জিনিস, এমনকি প্রিয় মানুষকে গিফট এর জন্য এই সমস্ত জিনিস দারুন উপযোগী। গত কয়েক বছরে এর চাহিদাও দারুন। সৌখিন মাটির জিনিসপত্র দারুন চাহিদার সঙ্গে বিকোচ্ছে সারা বাংলা জুড়ে।
বহু বছর আগে মাটির জিনিসপত্র সর্বাধিক ব্যবহার হলেও কালের নিয়মে সেই জিনিস হারিয়ে যেতে বসে। তারপর মুখ থুবড়ে পড়ে মাটির শিল্প। তবে বর্তমান সময় উপযোগী সাংসারিক ব্যবহার জিনিস থেকে ঘর সাজানো এবং গিফট সামগ্রী তৈরি হচ্ছে মাটি দিয়ে। আধুনিক পদ্ধতি মেনে আরও সৌখিন এবং হালকা ও বিভিন্ন রঙের মাটির সামগ্রী। যা কাঠ পাথর মেটাল বা প্লাস্টিক ফাইবারের জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে মাটির এই জিনিস চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে।
বহু বছর আগে মাটির জিনিসপত্র সর্বাধিক ব্যবহার হলেও কালের নিয়মে সেই জিনিস হারিয়ে যেতে বসে। তারপর মুখ থুবড়ে পড়ে মাটির শিল্প। তবে বর্তমান সময় উপযোগী সাংসারিক ব্যবহার জিনিস থেকে ঘর সাজানো এবং গিফট সামগ্রী তৈরি হচ্ছে মাটি দিয়ে। আধুনিক পদ্ধতি মেনে আরও সৌখিন এবং হালকা ও বিভিন্ন রঙের মাটির সামগ্রী। যা কাঠ পাথর মেটাল বা প্লাস্টিক ফাইবারের জিনিসের সঙ্গে পাল্লা দিয়ে মাটির এই জিনিস চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে।
অল্প দামে এই সমস্ত সামগ্রীর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।অল্প দিনে এই ব্যবসা করে স্বনির্ভর হওয়া সম্ভব।এ প্রসঙ্গে ব্যবসায়ী সুমন পাল জানান, বাংলা জুড়ে মাটির সৌখিন সামগ্রিক দারুন চাহিদা। গত কয়েক বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। শুরুতে গ্রামাঞ্চলে সেভাবে এই জিনিসের চাহিদা খুব বেশি ছিল না।
অল্প দামে এই সমস্ত সামগ্রীর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।অল্প দিনে এই ব্যবসা করে স্বনির্ভর হওয়া সম্ভব।এ প্রসঙ্গে ব্যবসায়ী সুমন পাল জানান, বাংলা জুড়ে মাটির সৌখিন সামগ্রিক দারুন চাহিদা। গত কয়েক বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত। শুরুতে গ্রামাঞ্চলে সেভাবে এই জিনিসের চাহিদা খুব বেশি ছিল না।
তবে বর্তমানে মাটির বোতল ফুলদানি পেনদানি বিভিন্ন পটচিত্র ঘর সাজানোর নানা সামগ্রী মাটির হারিকেন সব মিলিয়ে ১০০ রকমেরও বেশি আইটেম চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। সারা বছর চাহিদা থাকলেও এই উৎসব মরশুমে বেশি চাহিদা থাকে। ফলে অল্প পুঁজি নিয়ে উৎসবের মরশুমে মেলা প্রাঙ্গণ বা মন্ডপ সংলগ্ন স্থানে এই জিনিসের স্টল দিয়ে ভাল ব্যবসা করা যেতে পারে।
তবে বর্তমানে মাটির বোতল ফুলদানি পেনদানি বিভিন্ন পটচিত্র ঘর সাজানোর নানা সামগ্রী মাটির হারিকেন সব মিলিয়ে ১০০ রকমেরও বেশি আইটেম চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে। সারা বছর চাহিদা থাকলেও এই উৎসব মরশুমে বেশি চাহিদা থাকে। ফলে অল্প পুঁজি নিয়ে উৎসবের মরশুমে মেলা প্রাঙ্গণ বা মন্ডপ সংলগ্ন স্থানে এই জিনিসের স্টল দিয়ে ভাল ব্যবসা করা যেতে পারে।