মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় টাকা বরাদ্দ

Health Department of Bengal: মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ

কলকাতাঃ মেডিক‍্যাল কলেজগুলির নিরাপত্তার জন্য স্বাস্থ্য দফতরকে  প্রথম পর্যায়ের ৪০ কোটি টাকা বরাদ্দ। টাকা বরাদ্দ করলো রাজ্যের অর্থ দফতর। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ, ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন।

আরও পড়ুনঃ সারা বিশ্বে ৫ অক্টোবর, কিন্তু ভারতে কেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? জেনে নিন আসল সত‍্য

প্রয়োজন ৯০০টি রেস্ট রুম, প্রায় ২ হাজার সিকিউরিটির। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ ও ইনস্টিটিউটের এমনই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট নবান্নে পাঠিয়েছিল স্বাস্থ্য দফতর। তারই অনুমোদন দিল নবান্ন। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক‍্যাল কলেজের সিসিটিভি থাকলেও সেখানে আরও সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছিল। অনেক মেডিক‍্যাল কলেজেই আবার পর্যাপ্ত সিসিটিভি না থাকার কথা ও বলেছিল।

আরও পড়ুনঃ পরিকাঠামোর উন্নয়নই লক্ষ্য, ‘অমৃত ভারত স্টেশন’ স্কিমে অন্তর্ভুক্ত করা হল রানাঘাট স্টেশনকে

সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছিল বাঁকুড়া মেডিক‍্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ কয়েকটি হাসপাতাল থেকে। অনুমোদন আসার পরেই মেডিক‍্যাল কলেজগুলিকে টেন্ডার করার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।