Tag Archives: Murshidabad Medical College

Health Department of Bengal: মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ

কলকাতাঃ মেডিক‍্যাল কলেজগুলির নিরাপত্তার জন্য স্বাস্থ্য দফতরকে  প্রথম পর্যায়ের ৪০ কোটি টাকা বরাদ্দ। টাকা বরাদ্দ করলো রাজ্যের অর্থ দফতর। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ, ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন।

আরও পড়ুনঃ সারা বিশ্বে ৫ অক্টোবর, কিন্তু ভারতে কেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? জেনে নিন আসল সত‍্য

প্রয়োজন ৯০০টি রেস্ট রুম, প্রায় ২ হাজার সিকিউরিটির। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ ও ইনস্টিটিউটের এমনই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট নবান্নে পাঠিয়েছিল স্বাস্থ্য দফতর। তারই অনুমোদন দিল নবান্ন। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক‍্যাল কলেজের সিসিটিভি থাকলেও সেখানে আরও সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছিল। অনেক মেডিক‍্যাল কলেজেই আবার পর্যাপ্ত সিসিটিভি না থাকার কথা ও বলেছিল।

আরও পড়ুনঃ পরিকাঠামোর উন্নয়নই লক্ষ্য, ‘অমৃত ভারত স্টেশন’ স্কিমে অন্তর্ভুক্ত করা হল রানাঘাট স্টেশনকে

সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছিল বাঁকুড়া মেডিক‍্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ কয়েকটি হাসপাতাল থেকে। অনুমোদন আসার পরেই মেডিক‍্যাল কলেজগুলিকে টেন্ডার করার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

Murshidabad News: চিকিৎসায় গাফিলতির অভিযোগ! শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

মুর্শিদাবাদ: শিশু মৃত্যুর ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। মৃত শিশুর নাম তানভির শেখ। বহরমপুরের হাতিনগরের হিকামপুর গ্রামের বাসিন্দা ওই শিশু প্রচন্ড জ্বরে অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে মৃত্যু হয় তানভিরের। এর পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগে হাসপাতালের এমারজেন্সির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিশুর পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, ভর্তি করার পরে কোনও চিকিৎসক ওই শিশুকে ঠিক মতো দেখেননি। সঠিক সময়ের মধ্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। মৃত শিশুর পরিবারের লোকেরা হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে নিরাপত্তারক্ষীরা তাঁদের বাধা দেওয়ায় হাতাহাতি শুরু হয়।

আরও পড়ুন- একই রাস্তার দু’বার শিলান্যাস! উন্নয়নের কৃতিত্ব নিয়ে বচসা তৃণমূল ও বিজেপির

খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ আসলে পুলিশের সঙ্গেও বচসা বাঁধে। পুলিশ ১ জনকে আটক করে। কিন্তু পরিবারের লোকেরা আটক করা ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বহরমপুর থানার বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। এর পর ৪ জনকে আটক করেছে পুলিশ। মৃত শিশুর আত্মীয় কামাজউদ্দিন শেখ বলেন, “চিকিৎসা না পেয়েই বাচ্চাটা মারা গেল। হাসপাতালে ভর্তি করার পর কোনো চিকিৎসক বাচ্চাটাকে দেখেনি। সঠিক সময়ের মধ্যে চিকিৎসা পরিষেবা পেলে বাচ্চাটা প্রাণে বেঁচে যেত।”
যদিও সাম্প্রতিক কালে মেডিক্যাল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে অন্যান্য রোগীর আত্মীয়দের থেকেও। এক রোগীর আত্মীয় রফিকুল ইসলাম বলেন, “সঠিক চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আমরা হাসপাতালে আসি। কিন্তু মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবা ঠিকমতো দেওয়া হচ্ছে না।”

সকলেরই অভিযোগ, হাসপাতালের গাফিলতি নিয়ে। এ বিষয়ে প্রশ্ন করা হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ অমিত দাঁ বলেন, গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। যদি সত্যিই চিকিৎসা গাফিলতিতে শিশুর মৃত্যু হয়ে থাকে তবে উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।