Tag Archives: SSKM

Kolkata Hospital: আরজি করের পর এবার এসএসকেএম! ফের চিকিৎসা না পেয়ে যুবকের মৃত্যুর অভিযোগ

রাণা কর্মকার, রিষড়া: কোন্নগরের পর এবার রিষড়া। হুগলির রিষড়ার বাসিন্দা রাজীব দেবের মৃত্যুর ঘটনায় ফের বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল। প্রাণ চলে গেল এক তরতাজা যুবকের। পরিবারের অভিযোগ, আরজি কর কাণ্ডের জেরে কলকাতার এসএসকেএম হাসপাতালের জুনিয়র চিকিৎসকদেরও কর্মবিরতি চলছে। তার আঁচ পড়ছে চিকিৎসা পরিষেবায়। রাজীবের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়ে ক‍্যাথিডার না পাল্টানোর কারণেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত বৃস্পতিবার কিডনি সংক্রান্ত সমস্যার জেরে রিষড়া পদ্মপুকুর বাগপাড়া এলাকার রাজীবকে এসএসকেএম-এর নেফ্রোলজি বিভাগে ভর্তি করা হয়েছিল। রাজীবের মা সীমা দেবের একটি কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু গত ১৫ অগাস্ট থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জেরে হাসপাতালের ভিতরে পরিষেবা দানকারী চিকিৎসকদের সংখ্যা অপ্রতুল। সেই কারণে চিকিৎসা পরিষেবাও ঠিক মতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: দুর্নীতির টাকা সন্দীপ ঘোষ কোথায় সরাতেন? পাঠাতেন কাকে? খোঁজ পেল ইডি! চাঞ্চল্যকর মোড়

পরিবারের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ডে ডাক্তার না আসার কারণে, সঠিক সময়ে রাজীবের প্রয়োজনীয় চিকিৎসা না হওয়াতেই গত ৫ সেপ্টেম্বর রাজীবের মৃত্যু হয়েছে। ১০ বছর আগে মায়ের থেকে একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল রাজীবের শরীরে। সম্প্রতি রাজীবকে কিডনির সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

পরিবারের অভিযোগ, আন্দোলনের নাম করে জুনিয়র চিকিৎসকরা অবস্থান মঞ্চে বসে চা, কফি খাচ্ছেন। আর রাজীব যন্ত্রণায় ছটফট করছে হাসপাতালের বেডে শুয়ে। কোনও চিকিৎসক রাজীবের ক্যাথিডার লাগাতে আসেনি। দু’দিন ধরে ইউরিন না হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে।
শ্রীরামপুরের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান।

Health Department of Bengal: মেডিক্যাল কলেজগুলির সুরক্ষায় ৪০ কোটি টাকা বরাদ্দ, সিসিটিভি লাগাতে স্বাস্থ্যভবনের উদ্যোগ

কলকাতাঃ মেডিক‍্যাল কলেজগুলির নিরাপত্তার জন্য স্বাস্থ্য দফতরকে  প্রথম পর্যায়ের ৪০ কোটি টাকা বরাদ্দ। টাকা বরাদ্দ করলো রাজ্যের অর্থ দফতর। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ, ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন।

আরও পড়ুনঃ সারা বিশ্বে ৫ অক্টোবর, কিন্তু ভারতে কেন ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়? জেনে নিন আসল সত‍্য

প্রয়োজন ৯০০টি রেস্ট রুম, প্রায় ২ হাজার সিকিউরিটির। রাজ্যজুড়ে ২৮টি মেডিক‍্যাল কলেজ ও ইনস্টিটিউটের এমনই রিপোর্ট আসার পর সেই রিপোর্ট নবান্নে পাঠিয়েছিল স্বাস্থ্য দফতর। তারই অনুমোদন দিল নবান্ন। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক‍্যাল কলেজের সিসিটিভি থাকলেও সেখানে আরও সিসিটিভি বাড়ানোর কথা বলা হয়েছিল। অনেক মেডিক‍্যাল কলেজেই আবার পর্যাপ্ত সিসিটিভি না থাকার কথা ও বলেছিল।

আরও পড়ুনঃ পরিকাঠামোর উন্নয়নই লক্ষ্য, ‘অমৃত ভারত স্টেশন’ স্কিমে অন্তর্ভুক্ত করা হল রানাঘাট স্টেশনকে

সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছিল বাঁকুড়া মেডিক‍্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ-সহ কয়েকটি হাসপাতাল থেকে। অনুমোদন আসার পরেই মেডিক‍্যাল কলেজগুলিকে টেন্ডার করার প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।

RG Kar lady doctor rape and murder case: ‘পক্ষপাতদুষ্ট তদন্ত! সরানো হোক অধ্যক্ষকে’, প্রেস বিবৃতিতে সরব এসএসকেএমের চিকিৎসকরা

কলকাতা: আরজি কর কাণ্ডে সরব হলেন এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা। এ দিন এক সাংবাদিক বৈঠকে এসএসকেএম-এর আবাসিক ডাক্তাররা জানান, আরজি কর হাসপাতালের মধ্যেই ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তাঁরা অত্যন্ত ক্ষুব্ধ এবং চিন্তিত। ঘটনার ঠিকমতো তদন্ত হচ্ছে না বলেও তাঁদের দাবি। যে কারণে, কী ভাবে এরকম ঘটনা ঘটতে পারে তা স্পষ্ট হচ্ছে না বলে জানান তাঁরা। নবীন চিকিৎসকদের মতে, এই তদন্ত পক্ষপাতদুষ্ট।

উপরন্তু, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএসকেএম-এর দুই আবাসিক ছাত্রের নিগ্রহের ঘটনাও সামনে আনা হয়েছে। সাংবাদিক বৈঠকে নিগৃহীতদের সহকর্মী চিকিৎসকরা জানান, শান্তিপূর্ণ ভাবেই প্রতিবাদে শামিল হয়েছিলেন ওই দুই আবাসিক চিকিৎসক। এর পরই পুলিশ এবং স্বঘোষিত আরজি কর চিকিৎসকদের হাতে তাঁরা নিগৃহীত হন বলে অভিযোগ। প্রেস বিবৃতিতে সতীর্থ ডাক্তারদের উপর এই হিংসাত্মক আচরণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন আবাসিক ডাক্তাররা। তাঁদের দাবি, “আরজি কর কাণ্ড এবং এ ধরনের চিকিৎসক নিগ্রহের ঘটনা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা ছিনিয়ে নিচ্ছে।”

আরও পড়ুন- খুন ও ধর্ষণের পর জুতো থেকে রক্ত ধুয়েছিল সঞ্জয়! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

এর পরই প্রেস বিবৃতিতে স্পষ্ট করে দেওয়া হয়, নন এমারজেন্সি পরিষেবা বন্ধই থাকবে এসএসকেএম-এ, যদি না তাঁদের দাবি পূরণ করা হয়। কী কী দাবি, স্পষ্ট করা আছে ওই বিবৃতিতেই।
প্রথমত, আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদত্যাগ চান তাঁরা। দাবি করেন, “সঠিক পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশ করতে হবে। কর্তৃপক্ষকে মানতে হবে, তারা ব্যর্থ।” আবাসিক ডাক্তাররা আরও বলেন, “পদক্ষেপ করা হোক, সেটাই দেখতে চাইছি। নিরপেক্ষ তদন্ত চাইছি। সিবিআই তদন্ত চাইছি।” সেই সঙ্গে এসএসকেএম-এর প্রতিবাদ করতে যাওয়া ডাক্তারদের মারধর করার জন্যও ক্ষমা চাইতে হবে, এমনই জানান তাঁরা।