kutki

Health Tips:ত্বক হোক কিংবা লিভারের অসুখ বা শ্বাসকষ্ট, এই এক ভেষজেই নিমেষে সুস্থ হবেন

আমাদের দেশের বেশিরভাগ মানুষই শারীরিক যে কোনও সমস্যায় ঘরোয়া প্রতিকারের উপরেই ভরসা রাখেন। অনেকে সুস্থ থাকার জন্য ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু অনেক সময় মানুষ সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না, যার কারণে শরীরের বড় ক্ষতি হয়ে যায়। রইল এমন এক আশ্চর্যজনক ওষুধের খোঁজ, যা আমাদের শরীরের জন্য মহৌষধের তুলনায় কম নয়।
আমাদের দেশের বেশিরভাগ মানুষই শারীরিক যে কোনও সমস্যায় ঘরোয়া প্রতিকারের উপরেই ভরসা রাখেন। অনেকে সুস্থ থাকার জন্য ওষুধের সাহায্য নিয়ে থাকেন। কিন্তু অনেক সময় মানুষ সঠিক ওষুধ নির্বাচন করতে পারেন না, যার কারণে শরীরের বড় ক্ষতি হয়ে যায়। রইল এমন এক আশ্চর্যজনক ওষুধের খোঁজ, যা আমাদের শরীরের জন্য মহৌষধের তুলনায় কম নয়।
কুটকি অলৌকিক ক্ষমতাসম্পন্ন একটি আয়ুর্বেদিক ওষুধ। এটি ব্যবহার করে দারুণ উপকার পাওয়া যায়। আজকাল ওজন বৃদ্ধির সমস্যা ঘরে ঘরে। আর সেক্ষেত্রে মুক্তি দিতে সহায়ক এই ভেষজ। শুধু তা-ই নয়, এটি লিভার সংক্রান্ত সমস্যা নিরাময় করে এবং ত্বকও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এছাড়া পেট সংক্রান্ত সমস্যা এবং জ্বর কমাতেও দারুণ কাজ করে কুটকি।

কুটকি অলৌকিক ক্ষমতাসম্পন্ন একটি আয়ুর্বেদিক ওষুধ। এটি ব্যবহার করে দারুণ উপকার পাওয়া যায়। আজকাল ওজন বৃদ্ধির সমস্যা ঘরে ঘরে। আর সেক্ষেত্রে মুক্তি দিতে সহায়ক এই ভেষজ। শুধু তা-ই নয়, এটি লিভার সংক্রান্ত সমস্যা নিরাময় করে এবং ত্বকও উজ্জ্বল রাখতে সাহায্য করে। এছাড়া পেট সংক্রান্ত সমস্যা এবং জ্বর কমাতেও দারুণ কাজ করে কুটকি।
আয়ুর্বেদিক মেডিসিনের চিকিৎসক ডা. সুনীতা সোনাল বলেন, বাজারে খুব সহজেই পাওয়া যায় কুটকি। এটি এমন একটি বিরল ওষুধ, যা ব্যবহার করে গুরুতর পেটের সমস্যার দ্রুত নিরাময় সম্ভব।
আয়ুর্বেদিক মেডিসিনের চিকিৎসক ডা. সুনীতা সোনাল বলেন, বাজারে খুব সহজেই পাওয়া যায় কুটকি। এটি এমন একটি বিরল ওষুধ, যা ব্যবহার করে গুরুতর পেটের সমস্যার দ্রুত নিরাময় সম্ভব।
শুধু লিভারের সমস্যাই মেটায় না, শরীরে শক্তি জোগায় কুটকি। ত্বকের সমস্যা থেকেও মুক্তি দেয় কুটকি। আবহাওয়া পরিবর্তনের সময় মানুষ নানা রোগভোগে ভোগে। সেক্ষেত্রেও উপকারী কুটকি।

শুধু লিভারের সমস্যাই মেটায় না, শরীরে শক্তি জোগায় কুটকি। ত্বকের সমস্যা থেকেও মুক্তি দেয় কুটকি। আবহাওয়া পরিবর্তনের সময় মানুষ নানা রোগভোগে ভোগে। সেক্ষেত্রেও উপকারী কুটকি।
কুটকি তাৎক্ষণিক ভাবে শ্বাসকষ্ট নিরাময় করে। ডা. সুনীতা সোনাল ধামা বলেন, চিকিৎসকের পরামর্শ মেনে এবং সঠিক পরিমাণেই কুটকি খাওয়া উচিত। দুধের সঙ্গে কুটকির গুঁড়ো বা চূর্ণ মিশিয়ে খেতে পারেন।
কুটকি তাৎক্ষণিক ভাবে শ্বাসকষ্ট নিরাময় করে। ডা. সুনীতা সোনাল ধামা বলেন, চিকিৎসকের পরামর্শ মেনে এবং সঠিক পরিমাণেই কুটকি খাওয়া উচিত। দুধের সঙ্গে কুটকির গুঁড়ো বা চূর্ণ মিশিয়ে খেতে পারেন।