চলছে বিক্ষোভ 

Birupaksha Biswas: সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষকে আটকাতে বিক্ষোভ ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলায়, কী কাণ্ড দেখুন

ডায়মন্ড হারবার: সন্দীপ ঘনিষ্ঠ বিরূপাক্ষের বদলির অর্ডার এসেছে ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলার কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। আর এরপরেই ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো শুরু করলেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা।

এর সঙ্গে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বাইরেও বিক্ষোভ দেখান নাগরিক সমাজের একাংশ। এ নিয়ে এক জুনিয়র চিকিৎসক সাগ্নিক মিদ্দা বলেন, “বিরূপাক্ষের অর্ডার এসেছিল ২০২৩ সালে। এতদিন নিজের প্রভাব খাটিয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে থেকে গিয়েছিলেন। এখন সেখানকার আন্দোলন ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তখন এখানে পাঠানো হচ্ছে তাকে‌।’

আরও পড়ুন: আন্দোলনের পাশে, কিন্তু জুনিয়র ডাক্তারদের কাছে বড় আবেদন সৃজিতের! তুলে ধরলেন চিকিৎসক মায়ের আর্জি

ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আওতাধীন কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। তাই কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাস যোগদান করলে আবারও কর্তৃত্ব ফলাতে পারে। সেই কারণে শুরু বিক্ষোভ। তাঁদের একটাই দাবি, কোনও ভাবেই বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে যোগদান করতে দেওয়া হবে না।

আরও পড়ুন: চাল-ডালে পোকা ধরেছে? কৌটোয় রাখুন এই ‘একটা’ জিনিস! পোকার বংশ থাকবে না

এতদিনে উনি ট্রান্সফার নিতে বাধ্য হয়েছেন। ওখানকার ছাত্ররা জনিয়ে দিয়েছেন, কর্তৃপক্ষ ব্যবস্থা নিক বা না নিক, পড়ুয়ারাই যা ব্যবস্থা নেওয়ার নেবে। উল্লেখ্য, স্বাস্থ্যভবন গতকালই বিরূপাক্ষকে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে সরিয়ে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অন্তর্গত কাকদ্বীপ মহকুমা হাসপাতালে বদলি করেছে।

আর এরপরেই বিরূপাক্ষ বিশ্বাসের কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে আসা রুখতে ডায়মন্ড হারবারের সিএমওএইচ এবং ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে স্মারকলিপি জমা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷ প্রয়োজনে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সুপারকেও নিজেদের দাবি চিঠি দিয়ে তাঁরা জানাবেন ৷

নবাব মল্লিক