CBI-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক

Sandip Ghosh: সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ, CBI-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক

অমিত সরকার, কলকাতা: সিবিআই-এর স্ক্যানারে এবার স্বাস্থ্য দফতর ‘ঘনিষ্ঠ’ তিন চিকিৎসক ৷ আরজি করের অস্থায়ী কর্মী নিয়োগে স্বাস্থ্য দফতরের ঘনিষ্ঠ হওয়ায় সব রকম ভাবে সন্দীপ ঘোষকে মদতের অভিযোগ উঠেছে ওই তিন চিকিৎসকের বিরুদ্ধে ৷

আরও পড়ুন– এবার নেতাজির পথে আন্দোলনের ডাক শুভেন্দুর, কোন পদ্ধতি পরিবর্তনের পক্ষে সওয়াল বিরোধী দলনেতার?

সিবিআই সূত্রের দাবি, এই অস্থায়ী কর্মী নিয়োগ ঘিরে আরজি করের অন্দরে প্রতিবাদ হলে ওই তিন চিকিৎসকের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল প্রতিবাদীদের ৷ সন্দীপ হেফাজতে থাকাকালীন তাই ওই তিন চিকিৎসকের এবার বয়ান রেকর্ড করতে চাইছে সিবিআই ৷

আরও পড়ুন– আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে, সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

এদিকে আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর-কাণ্ডের মামলাটির শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ যে বসছে না, তা আগেই জানানো হয়েছিল। এ বার জানা গেল, অন্য বেঞ্চেও আরজি করের মামলা রাখা হয়নি। শুনানির নতুন তালিকা প্রকাশিত হয়েছে শীর্ষ আদালতে। সেই তালিকায় আরজি কর মামলা রাখা হয়নি।