প্রতিকী ছবি

Power Of Rudraksha: আপনার রাশিচক্রে কোন গ্রহের অবস্থান কেমন, যে গ্রহের স্থান নীচু সেই অনুসারে ধারণ করুন রুদ্রাক্ষ, টলে যাবে মৃত্যুও

রবির স্থান ভাল হলে জাতক-জাতিকা শিল্পী, জ্ঞানী, সাধু, বুদ্ধিমান ও বিচক্ষন প্রকৃতির হয়ে থাকে। তবে প্রায়ই। এদের পেটের রোগ বা সমস্যা লেগে থাকে। সেক্ষেত্রে যে কোনও রুদ্রাক্ষ ধারণ করলেই ফল মিলবে।
রবির স্থান ভাল হলে জাতক-জাতিকা শিল্পী, জ্ঞানী, সাধু, বুদ্ধিমান ও বিচক্ষন প্রকৃতির হয়ে থাকে। তবে প্রায়ই। এদের পেটের রোগ বা সমস্যা লেগে থাকে। সেক্ষেত্রে যে কোনও রুদ্রাক্ষ ধারণ করলেই ফল মিলবে।
চন্দ্রের ক্ষেত্র খারাপ হলে জাতক-জাতিকা একটু ভীতু প্রকৃতির হয়। এদের মধ্যে কুসংস্কারের প্রভাব বেশি থাকে। এক্ষেত্রে চন্দ্র গ্রহদোষ কাটাতে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত।
চন্দ্রের ক্ষেত্র খারাপ হলে জাতক-জাতিকা একটু ভীতু প্রকৃতির হয়। এদের মধ্যে কুসংস্কারের প্রভাব বেশি থাকে। এক্ষেত্রে চন্দ্র গ্রহদোষ কাটাতে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত।
মঙ্গলের স্থান নীচু হলে জাতক-জাতিকা বেসামাল ও নিষ্ঠুর প্রকৃতির হয়। সেক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও ভাল ফল মেলে।
মঙ্গলের স্থান নীচু হলে জাতক-জাতিকা বেসামাল ও নিষ্ঠুর প্রকৃতির হয়। সেক্ষেত্রে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলেও ভাল ফল মেলে।
বুধের স্থান নীচু হলে জাতক-জাতিকার একটু অসৎ পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুফল মিলবে।
বুধের স্থান নীচু হলে জাতক-জাতিকার একটু অসৎ পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সে ক্ষেত্রে সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে সুফল মিলবে।
বৃহস্পতির স্থান নীচু হলে জাতক-জাতিকারা অত্যাচারী ও অবাধ্য প্রকৃতির হয়। সেক্ষেত্রে পঞ্চমুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল মিলবে।
বৃহস্পতির স্থান নীচু হলে জাতক-জাতিকারা অত্যাচারী ও অবাধ্য প্রকৃতির হয়। সেক্ষেত্রে পঞ্চমুখী বা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সুফল মিলবে।
শনির ক্ষেত্র নীচু হলে জাতক-জাতিকা অবাধ্য, বিদ্বেষী প্রকৃতির হয়। সেক্ষেত্রে নয়মুখী বা দ্বাদশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে ভাল ফল মিলবে বলে জানা যায়। Input- Susmita Goswami
শনির ক্ষেত্র নীচু হলে জাতক-জাতিকা অবাধ্য, বিদ্বেষী প্রকৃতির হয়। সেক্ষেত্রে নয়মুখী বা দ্বাদশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে ভাল ফল মিলবে বলে জানা যায়।
Input- Susmita Goswami