মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় রাত দখল

We Want Justice: আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাত দখল! মোমবাতির আলোতে ‌যেন অকাল দীপাবলি

মুর্শিদাবাদ: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ফের নামল নাগরিক সমাজ। আরজি কর কান্ডে আবারও রাত দখল। বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে,কান্দি থেকে লালবাগ সর্বত্রই রাত দখল করল নাগরিক সমাজ। দাবি ওঠে একটাই we want justice. Justice for আরজি কর।

নাটক,গণসংগীত,কবিতা পাঠের মধ্যে দিয়েই এই কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে, বহরমপুরে মানব বন্ধন করে হাতে মোমবাতি মিছিল করা হয়। গানে-কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন আন্দোলনকারীরা। এর আগে স্বাধীনতার মধ্য রাতে রাস্তায় রাত দখলের ডাক দিয়েছিল মহিলারা।

আরও পড়ুন:আদিবাসী শিশুদের নিয়ে গাছতলায় পাঠশালা, যেন কবিগুরুর শান্তিনিকেতন!

রাত দখলের আন্দোলনকারী মহিলাদের দাবি,”মহিলাদের রাতের কাজের পরিসর কমিয়ে দেওয়ার নির্দেশিকার তীব্র বিরোধিতা করছি আমরা। তার জন্য আমরা রাত দখলের ডাক দিইনি। আমরা রাতের নিরাপত্তা চেয়েছি।” পাশাপাশি বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে বাউল গান করে রাত জাগা হয়। সাধারণ মানুষের সঙ্গেও উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী