গম্ভীরের তত্ত্বাবধানে আমূল বদলে গিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীর মেন্টর হওয়ার পর কেকেআর হাসতে হাসতে খেতাব জিতেছে। তবে পরের আইপিএলে মেন্টর হিসেব এক কিংবদন্তিকে আনতে চলেছে কেকেআর।

KKR Mentor News: যে যাকে পারছে তুলে নিচ্ছে! আইপিএল দলগুলির অদলাবদলির জোরে কেকেআরে আসতে পারেন প্রতিবেশী দেশের এই মহাতারকা

: গৌতম গম্ভীর, যিনি IPL 2024-এ KKR-এর মেন্টর ছিলেন, তাঁর গাইডেন্সেই ২০২৪ এ নিজেদের তৃতীয় আইপিএল খেতাব ঘরে তুলেছিল৷ কিন্তু কেকেআরের সঙ্গে তাঁর চুক্তি শেষ ৷
: গৌতম গম্ভীর, যিনি IPL 2024-এ KKR-এর মেন্টর ছিলেন, তাঁর গাইডেন্সেই ২০২৪ এ নিজেদের তৃতীয় আইপিএল খেতাব ঘরে তুলেছিল৷ কিন্তু কেকেআরের সঙ্গে তাঁর চুক্তি শেষ ৷
এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ৷  গম্ভীর কোচ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে আমূল পরিবর্তন আসে। এবার আইপিএলের পালা।
এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের কোচ৷  গম্ভীর কোচ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে আমূল পরিবর্তন আসে। এবার আইপিএলের পালা।
রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। যেখানে রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কেকেআর-এ চলে যেতে পারেন।
রাজস্থান রয়্যালসের কোচ হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। যেখানে রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কেকেআর-এ চলে যেতে পারেন।
 তাই কেকেআর ২০২৫-এ   শ্রীলঙ্কার কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন, যে ভূমিকায় গম্ভীর এক বছর আগে ছিলেন।
তাই কেকেআর ২০২৫-এ   শ্রীলঙ্কার কিংবদন্তি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হতে পারেন, যে ভূমিকায় গম্ভীর এক বছর আগে ছিলেন।
ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাজস্থান রয়্যালস এবং কুমার সাঙ্গাকারা কন্ট্র্যাক্টে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গাকারা ২০২১ সাল থেকে এই দলের ক্রিকেট পরিচালকের পদে অধিষ্ঠিত আছেন। এই বছরে রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। শ্রীলঙ্কার কিংবদন্তী সঙ্গাকারা এখন যোগ দিতে পারেন অন্য দলে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাজস্থান রয়্যালস এবং কুমার সাঙ্গাকারা কন্ট্র্যাক্টে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গাকারা ২০২১ সাল থেকে এই দলের ক্রিকেট পরিচালকের পদে অধিষ্ঠিত আছেন। এই বছরে রাজস্থান রয়্যালস আইপিএলের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। শ্রীলঙ্কার কিংবদন্তী সঙ্গাকারা এখন যোগ দিতে পারেন অন্য দলে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর, কেকেআর-র সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। এর জেরে কেকেআরে তিনটি বড় পদ খালি হয়ে গেছে। তবে দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর পদে বহাল রয়েছেন। ধারণা করা হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর ভূমিকা জারি রাখবেন, তবে গৌতম গম্ভীরের দায়িত্ব কুমার সঙ্গাকারার হাতে তুলে দেওয়া হতে পারে সম্ভাবনা প্রবল৷
গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার পর, কেকেআর-র সহকারী কোচ অভিষেক নায়ার এবং ফিল্ডিং কোচ রায়ান টেন দুশখাতে টিম ইন্ডিয়ায় যোগ দিয়েছেন। এর জেরে কেকেআরে তিনটি বড় পদ খালি হয়ে গেছে। তবে দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর পদে বহাল রয়েছেন। ধারণা করা হচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিত তাঁর ভূমিকা জারি রাখবেন, তবে গৌতম গম্ভীরের দায়িত্ব কুমার সঙ্গাকারার হাতে তুলে দেওয়া হতে পারে সম্ভাবনা প্রবল৷
রাজস্থান রয়্যালসের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন কুমার সঙ্গাকারা। কোচ হওয়ার আগে সঙ্গাকারা হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছিলেন। এছাড়াও, তিনি পঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) দলে ছিলেন৷
রাজস্থান রয়্যালসের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন কুমার সঙ্গাকারা। কোচ হওয়ার আগে সঙ্গাকারা হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছিলেন। এছাড়াও, তিনি পঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব) দলে ছিলেন৷