শনিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর বাতিলের তালিকায় থাকবে শিয়ালদহ-হাসনাবাদ লাইনের ৩৩৫৩৩ আপ এবং ৩৩৫৩৮ ডাউন ট্রেন। বারাসাত-হাসনাবাদ লাইনে বাতিল করা হয়েছে ৩৩৩২৩ এবং ৩৩৩২৫ আপ ট্রেন এবং ৩৩৩১৮ এবং ৩৩৩২০ ডাউন ট্রেন।

Local train special feature: রেলের মাইলস্টোন! কলকাতার লোকাল ট্রেনে বিপদে পড়লেই সরাসরি কথা বলা যাবে চালকের সঙ্গে

দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। কিছু দিন পর পরই আলোচনায় আসে একের পর এক রেল দুর্ঘটনার খবর। এবার দুর্ঘটনা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল।
দুর্ঘটনায় জেরবার ভারতীয় রেল। কিছু দিন পর পরই আলোচনায় আসে একের পর এক রেল দুর্ঘটনার খবর। এবার দুর্ঘটনা ঠেকাতে বিশেষ উদ্যোগ নিল ভারতীয় রেল।
পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিশেষ ক্ষমতা সম্পন্ন আইসিএফ থ্রি-ফেজ ইএমইউ রেক আনতে চলেছে।
পূর্ব রেলের হাওড়া ডিভিশন বিশেষ ক্ষমতা সম্পন্ন আইসিএফ থ্রি-ফেজ ইএমইউ রেক আনতে চলেছে।
এই রেকগুলিতে থাকবে ইমারজেন্সি টক-ব্যাক ইউনিট। এই ইউনিটের সাহায্যে ট্রেনের যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা বিপদে পড়লেই বিপদে পড়লেই সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রীর সঙ্গে।
এই রেকগুলিতে থাকবে ইমারজেন্সি টক-ব্যাক ইউনিট। এই ইউনিটের সাহায্যে ট্রেনের যাত্রীরা, বিশেষ করে মহিলা যাত্রীরা বিপদে পড়লেই বিপদে পড়লেই সরাসরি যোগাযোগ করতে পারবেন যাত্রীর সঙ্গে।
এই ধরনের কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হল ৪ সেপ্টেম্বর ব্যান্ডেল-নৈহাটি ৩৭৫৪২ লোকালে। ধীরে ধীরে এই ধরনের কোচ অন্যান্য লোকাল ট্রেনেও লাগানো হবে বলে জানা গিয়েছে।
এই ধরনের কোচ দিয়ে ট্রেন চলাচল শুরু হল ৪ সেপ্টেম্বর ব্যান্ডেল-নৈহাটি ৩৭৫৪২ লোকালে। ধীরে ধীরে এই ধরনের কোচ অন্যান্য লোকাল ট্রেনেও লাগানো হবে বলে জানা গিয়েছে।