“গ্লোবাল প্রোটেস্টে” বাঙালিদের সঙ্গে সরব আমেরিকানরাও

RG Kar Protest: ‘গ্লোবাল প্রোটেস্ট’-এ বাঙালিদের সঙ্গে সরব আমেরিকানরাও! গানে, স্লোগানে মুখরিত মিছিল

উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য কেন্দ্র আরজি কর হাসপাতাল। শহরের তো বটেই রাজ্যেরও বহু মানুষ নির্ভর করেন এই আরজি কর হাসপাতালের উপর।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ এবং খুনের মামলায় সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ। বাদ নেই বিদেশেও।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে “গ্লোবাল প্রোটেস্টে” অংশ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা রাজ্যের রাজধানী র‍্যালে। মানববন্ধন ও স্লোগানে মুখরিত হয় নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রাঙ্গন।
আরজিকর কাণ্ডের প্রতিবাদে “গ্লোবাল প্রোটেস্টে” অংশ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যরোলিনা রাজ্যের রাজধানী র‍্যালে। মানববন্ধন ও স্লোগানে মুখরিত হয় নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রাঙ্গন।
৯ সেপ্টেম্বর, সোমবার আরজি কর কাণ্ডে আদালতে প্রথম শুনানি। তার আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিশ্বজুডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালীদের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা।

৯ সেপ্টেম্বর, সোমবার আরজি কর কাণ্ডে আদালতে প্রথম শুনানি। তার আগের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর বিশ্বজুডে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রবাসী বাঙালীদের উদ্যোগে আয়োজিত হয় এই প্রতিবাদ সভা।
তিলোত্তমার জাস্টিসের দাবিতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি প্রতিবাদে শামিল হন আমেরিকানরাও। তিলোত্তমাকে নিয়ে অরিজিৎ সিংয়ের লেখা “আর কবে, আর কবে…” গানে মুখর হন উপস্থিত প্রতিবাদকারীরা।
তিলোত্তমার জাস্টিসের দাবিতে প্রবাসী বাঙালিদের পাশাপাশি প্রতিবাদে শামিল হন আমেরিকানরাও। তিলোত্তমাকে নিয়ে অরিজিৎ সিংয়ের লেখা “আর কবে, আর কবে…” গানে মুখর হন উপস্থিত প্রতিবাদকারীরা।
মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ১৭টির অধিক দেশের ১০৮টিরও বেশি শহরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।
মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের ১৭টির অধিক দেশের ১০৮টিরও বেশি শহরে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই প্রতিবাদসভার আয়োজন করা হয়।