প্রতিবাদ মিছিল চলছে। আরজি করের নারকীয় ঘটনার সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে কলকাতাতেও দেখা গেল প্রতিবাদের ঝড় ৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার।

RG Kar Protest in Canada: ২৫ দেশের বিভিন্ন শহরে পথে নামলেন প্রবাসীরা, ‘Justice For RG Kar’ স্লোগানে গর্জে উঠল কানাডার এই শহর

প্রতিবাদ মিছিল চলছে। আরজি করের নারকীয় ঘটনার সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে কলকাতাতেও দেখা গেল প্রতিবাদের ঝড় ৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার।
প্রতিবাদ মিছিল চলছে। আরজি করের নারকীয় ঘটনার সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন রাতে কলকাতাতেও দেখা গেল প্রতিবাদের ঝড় ৷ বিশ্বের অন্তত ২৫টি দেশে আরজি করের ঘটনার প্রতিবাদে কিছু না কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল রবিবার।
সুদূর কানাডায় বসে প্রবাসীরাও পারেননি হাত গুটিয়ে বসে থাকতে। বিশ্বজুড়ে ১৫০-এর বেশি শহরে ৮ সেপ্টেম্বর নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
সুদূর কানাডায় বসে প্রবাসীরাও পারেননি হাত গুটিয়ে বসে থাকতে। বিশ্বজুড়ে ১৫০-এর বেশি শহরে ৮ সেপ্টেম্বর নিজেদের সময় অনুযায়ী বিকেল ৫টায় নিজ নিজ শহরে প্রতিবাদে শামিল হয়েছেন।
কানাডার ক্যালগেরি শহরের একেবারের কেন্দ্রস্থল ‘সিটি হল’-এ ৫০ জনের বেশি প্রবাসী বাঙালি নিজের তাগিদে জড়ো হয়ে জানালেন, ‘আমরা রয়েছি কলকাতার পাশে’।
কানাডার ক্যালগেরি শহরের একেবারের কেন্দ্রস্থল ‘সিটি হল’-এ ৫০ জনের বেশি প্রবাসী বাঙালি নিজের তাগিদে জড়ো হয়ে জানালেন, ‘আমরা রয়েছি কলকাতার পাশে’।
এক বাসিন্দার কথায়, ‘‘কারও চোখে জল, আবার চোখে আগুন, বিচারের আশায় সবাই তাকিয়ে আদালতের দিকে। আমরা যেহেতু সাড়ে ১১টা ঘণ্টা পিছিয়ে, তাই আমাদের প্রতিবাদের সময় থেকে মাত্র ৪ ঘণ্টা পরেই আদালতের শুনানি। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তবে জেগে উঠেছে হাজার তিলোত্তমার এক স্বর। জাস্টিস ফর আর্জি কর। সঠিক বিচার চেয়ে শহর ক্যালগেরির বাঙালিরা তাই বলেছেন, ‘ক্যালগেরি থেকে ধিক্কার, তিলোত্তমার দাও বিচার।’
এক বাসিন্দার কথায়, ‘‘কারও চোখে জল, আবার চোখে আগুন, বিচারের আশায় সবাই তাকিয়ে আদালতের দিকে। আমরা যেহেতু সাড়ে ১১টা ঘণ্টা পিছিয়ে, তাই আমাদের প্রতিবাদের সময় থেকে মাত্র ৪ ঘণ্টা পরেই আদালতের শুনানি। তিলোত্তমার মৃত্যু হয়েছে, তবে জেগে উঠেছে হাজার তিলোত্তমার এক স্বর। জাস্টিস ফর আর্জি কর। সঠিক বিচার চেয়ে শহর ক্যালগেরির বাঙালিরা তাই বলেছেন, ‘ক্যালগেরি থেকে ধিক্কার, তিলোত্তমার দাও বিচার।’
কানাডার পাশাপাশি আমেরিকার ৬০টি শহরে রবিবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। সেই তালিকায় রয়েছে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়ার মতো জায়গা। এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
কানাডার পাশাপাশি আমেরিকার ৬০টি শহরে রবিবার আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। সেই তালিকায় রয়েছে আটলান্টা, ডাবলিন, সান দিয়েগো, বস্টন, হিউস্টন, আইওয়া, মিনেয়াপোলিস, নিউ ইয়র্ক, সিয়াটল, ট্যাম্পা, ভার্জিনিয়ার মতো জায়গা। এ ছাড়া, জাপান, তাইওয়ান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, কানাডা, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, জাম্বিয়া, নেদারল্যান্ডস, সুইৎজারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, নিউজিল্যান্ডেও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।