আরজি কর কাণ্ডের ময়নাতদন্ত বিতর্কের মধ্যেই সামনে এল নতুন নথি৷

RG Kar post mortem controversy: চারটের পর ময়নাতদন্ত নয়, আপত্তি জানান আরজি করেরই চিকিৎসক! সামনে এল বিস্ফোরক নথি

কলকাতা: আরজি করের নির্যাতিতা চিকিৎসকের ময়নাতদন্ত কেন সূর্যাস্তের পরেও তড়িঘড়ি করা হল, তা নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতেও প্রশ্ন তুলেছিল সিবিআই৷ এবার সেই ময়নাতদন্ত নিয়েই চাঞ্চল্যকর তথ্য সামনে এল৷ নির্যাতিতা চিকিৎসকের ময়নাতদন্তকে কেন্দ্র করে একটি নথি সামনে এসেছে৷ গত ৯ অগাস্ট ওই মহিলা চিকিৎসকের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়৷

মেডিক্যাল বোর্ড গঠনের সেই নির্দেশিকার নথিতেই ময়নাতদন্তকারী দলের সদস্য এক চিকিৎসকই নোট দিয়ে জানিয়েছিলেন, বিকেল চারটের পর ময়নাতদন্ত করতে হলে বিশেষ অনুমতি লাগবে৷ সেই নির্দেশ না এলে তিনি ময়নাতদন্ত তিনি করতে পারবে না বলেও লিখিত ভাবে জানিয়ে দেন ওই চিকিৎসক৷ স্বাস্থ্য ভবনের পুরনো মেমো উল্লেখ করে রিনা দাস জানান চারটের পরে ময়নাতদন্ত করতে হলে স্পেশাল অর্ডার লাগবে৷ যদিও এই নথির সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷

আরও পড়ুন: ফের জেল হেফাজতে সন্দীপরা, সিবিআই-এর আবেদন শুনেই ‘কড়া’ মন্তব্য বিচারকের

সূত্রের খবর, এর পরেই ময়না তদন্ত করার অনুমতি দেওয়া হোক বলে ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধানকে চিঠি লেখেন টালা থানার ওসি৷ তার পরেই ৯ অগাস্ট সন্ধ্যাতেই নির্যাতিতা চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করা হয়৷ রাতেই তাঁর দেহের সৎকারও করা হয়৷

আরজি কর কাণ্ডে বার বারই সামনে এসেছে তথ্যপ্রমাণ লোপাটের মতো গুরুতর অভিযোগ৷ এই ঘটনার তদন্তে সিবিআই-এর কাছেও অন্যতম ভরসা ময়নাতদন্ত এবং ফরেন্সিক রিপোর্ট৷ সোমবার সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সিবিআই-এর আইনজীবী ফিরোজ এডুলজিও তড়িঘড়ি সন্ধেবেলা ময়নাতদন্ত কেন করা হল, সেই প্রশ্ন তুলেছিলেন৷ ময়নাতদন্তকে কেন্দ্র করে সামনে আসা নতুন এই নথিতে সেই বিতর্ক আরও বাড়ল৷