করম পুজোর স্থান

Alipurduar News: সামনেই করম পুজো, তবু নেই জৌলুস! আলিপুরদুয়ারে করুণ অবস্থা চা বাগানের শ্রমিকদের

আলিপুরদুয়ার: করম দেবের কাছে বাগান খোলার আর্জি জানাবে বন্ধ চা বাগানের শ্রমিকরা। আগামী ১৪ সেপ্টেম্বর করম উৎসব। আদিবাসী সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব করম পুজো। ডুয়ার্সের চা বলয়ে ধূমধাম করে পালিত হয় করম পুজো। বর্তমানে প্রতিটি চা বাগানে করম পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিন্তু করম পুজোর জৌলুস হারিয়ে যাবে এবারে বন্ধ বাগানগুলি থেকে।

আরও পড়ুন: বহু দেশের চায়ের ডাক টিকিট! চা-কাহিনি সংগ্রহ করাই নেশা জলপাইগুড়ির এই ব্যক্তির

ডুয়ার্সের আলিপুরদুয়ার জেলায় বন্ধ চা বাগানের সংখ্যা একাধিক। এই বন্ধ বাগানের শ্রমিকদের মন ভার। তবুও তারা এবছর করম পুজোর আয়োজন করছেন। যদিও আগের মতো জাঁকজমক থাকবে না পুজোয়। শুধু নিয়ম মেনে পুজোটাই হবে বলে জানান বন্ধ চা বাগানের শ্রমিকরা। কালচিনি, রায়মাটাং, তোর্ষা, কোহিনুর, দলমোর, দলসিংপাড়া বাগান বন্ধ রয়েছে।

এই বিষয়ে বন্ধ চা বাগানের শ্রমিকরা জানান, বাগান বন্ধ শ্রমিকদের হাতে অর্থ নেই। করম পুজো তো হবে। প্রস্তুতিও চলছে। কিন্ত পূর্বের মতো হবে না। শ্রমিকরা বলেন, ”রাজ্য সরকার যেমন দুর্গা পুজোতে অনুদান দেয়, তেমন যদি করম পুজোতেও অনুদান প্রদান করত, তাহলে আমাদের সুবিধা হত।” এবারে বন্ধ বাগানের শ্রমিকরা করম দেবের কাছে আবেদন জানাবেন বাগান খুলে দেওয়ার।

Annanya Dey