চা বাগান

Alipurduar News: ফের ভেস্তে গেল চা বাগানের বোনাস বৈঠক! দশ শতাংশে রাজি নয় চা-শ্রমিকরা

আলিপুরদুয়ার : ভেস্তে গেল চা বাগানের বোনাস বৈঠক। কলকাতার বেঙ্গল চেম্বার্স অফ কমার্সে ডুয়ার্স ও তরাইয়ের ১৭৫ টি চা বাগানের পুজো বোনাস নিয়ে দুদিনের দ্বিপাক্ষিক বৈঠক ছিল।

এই দুদিনের বৈঠকে কোনও সিদ্ধান্ত হওয়ায় বৈঠক ভেস্তে গেল। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর পুনরায় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। এই দিনের বৈঠকে মালিকপক্ষ থেকে ১০ শতাংশ বোনাস প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়৷  কিন্তু শ্রমিক সংগঠন এর বিরোধিতা করে।

আরও পড়ুন: ভারতীয় রেলের আধুনিকরণের এই ইতিহাস জানেন কী? শুনলে গর্বিত হবেন গ্যারেন্টি

এই বিষয়ে বিজেপির চা বাগান সংগঠন বিটিডাব্লুইউ এর সাধারণ সম্পাদক রাজেষ বারলা জানান,” দু’দিন বৈঠক হল৷ কিন্তু বৈঠকে কোনও সিদ্ধান্ত হল না। মালিকপক্ষের পক্ষ থেকে জানানো হয় ১০% বোনাস দেওয়া হবে।কিন্ত আমরা এতে রাজী নই।”

আরও পড়ুন: ইলিশ না পাঠালেও বাংলাদেশকে সস্তায় ডিম ‘উপহার’ দিল ভারত, এক ধাক্কায় অর্ধেক ওপারে ডিমের দাম

গত বছরই ১৯শতাংশ বোনাস দেওয়া হয়েছিল৷ তাই এই বছরও ১৯শতাংশের আশেপাশে কিছু বোনাস দিতে হবে বলে দাবি সব শ্রমিক সংগঠনের।আবারও বৈঠক ভেস্তে যায়।

সিপিএম শ্রমিক নেতা বিকাষ মাহালি জানান, ” ১০শতাংশ বোনাসের কোনও মানে হয় না। কোনও শ্রমিক সংগঠনই এই বোনাস মানছে না।”

জানা গিয়েছে, আগামী ২০সেপ্টেম্বর থেকে পুনরায় বোনাস বৈঠক আয়োজিত হবে।তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন সভাপতি বীরেন্দ্র ওরাও জানান, “এই নিয়ে দু’বার বৈঠক হল বোনাস নিয়ে৷ দু’বারই বৈঠকে কোনও রকম সিদ্ধান্ত হল না।এবারেও সমস‍্যা হবে।”
Annanya Dey