৫ হাজার টাকার SIP-তে কতদিনে ৫ লাখ টাকা রিটার্ন মিলবে? ‘রুল অফ ৭২’ ধরে হিসেব করে নিন

বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে, সেটা কী আগেভাগে জানা যায়? উত্তর হল, হ্যাঁ। এর একটা ফর্মুলা রয়েছে। নাম ‘রুল অফ ৭২’। এই ফর্মুলায় বিনিয়োগকারী বুঝতে পারেন, কোনও প্রকল্পে তাঁর টাকা দ্বিগুণ হতে ঠিক কত সময় লাগবে।
বিনিয়োগ করা টাকা দ্বিগুণ হতে কত সময় লাগবে, সেটা কী আগেভাগে জানা যায়? উত্তর হল, হ্যাঁ। এর একটা ফর্মুলা রয়েছে। নাম ‘রুল অফ ৭২’। এই ফর্মুলায় বিনিয়োগকারী বুঝতে পারেন, কোনও প্রকল্পে তাঁর টাকা দ্বিগুণ হতে ঠিক কত সময় লাগবে।
রুল অফ ৭২: এই ফর্মুলায় সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করা হয়। ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেন। তিনি ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এখন ৭২-কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে ১০.২৮। অর্থাৎ ৭ শতাংশ সুদের হারে ১০.২৮ বছরে তাঁর টাকা দ্বিগুণ হবে।
রুল অফ ৭২: এই ফর্মুলায় সুদের হারকে ৭২ দিয়ে ভাগ করা হয়। ধরে নেওয়া যাক, একজন ব্যক্তি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করলেন। তিনি ৭ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এখন ৭২-কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে ১০.২৮। অর্থাৎ ৭ শতাংশ সুদের হারে ১০.২৮ বছরে তাঁর টাকা দ্বিগুণ হবে।
বার্ষিক সুদের হারের পাশাপাশি এই ফর্মুলা ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই অনুযায়ী কটা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিকে টাকা দ্বিগুণ হবে, হিসাব করতে পারবেন বিনিয়োগকারী।
বার্ষিক সুদের হারের পাশাপাশি এই ফর্মুলা ত্রৈমাসিক এবং অর্ধবার্ষিক সুদের ক্ষেত্রেও প্রযোজ্য। সেই অনুযায়ী কটা ত্রৈমাসিক বা অর্ধবার্ষিকে টাকা দ্বিগুণ হবে, হিসাব করতে পারবেন বিনিয়োগকারী।
যেমন যদি কেউ বন্ডে বিনিয়োগ করেন এবং ৩ শতাংশ হারে ত্রৈমাসিক সুদ পান তাহলে ফর্মুলা অনুযায়ী ৭২-কে ৩ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হবে ২৪। তাহলে ২৪ ত্রৈমাসিকে অর্থাৎ ৬ বছরে টাকা দ্বিগুণ হবে। আবার যদি কেউ বন্ডে ১২ শতাংশ হারে অর্ধবার্ষিক সুদ পান তাহলে ৭২-কে ১২ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হচ্ছে ৬। তাহলে ৬ অর্ধবার্ষিক অর্থাৎ ৩ বছরে বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ হবে।
যেমন যদি কেউ বন্ডে বিনিয়োগ করেন এবং ৩ শতাংশ হারে ত্রৈমাসিক সুদ পান তাহলে ফর্মুলা অনুযায়ী ৭২-কে ৩ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হবে ২৪। তাহলে ২৪ ত্রৈমাসিকে অর্থাৎ ৬ বছরে টাকা দ্বিগুণ হবে। আবার যদি কেউ বন্ডে ১২ শতাংশ হারে অর্ধবার্ষিক সুদ পান তাহলে ৭২-কে ১২ দিয়ে ভাগ করতে হবে। ভাগফল হচ্ছে ৬। তাহলে ৬ অর্ধবার্ষিক অর্থাৎ ৩ বছরে বিনিয়োগকারীর টাকা দ্বিগুণ হবে।
এখন ধরা যাক কেউ মিউচুয়াল ফান্ডে ৫ হাজার টাকার মাসিক এসআইপি করলেন। ১২ শতাংশ হারে রিটার্ন ধরলে ৫ লাখ টাকার কর্পাস জমাতে তাঁর কত সময় লাগবে? ‘রুল অফ ৭২’ অনুযায়ী, কমপাউন্ডিংয়ের কারণে ৬ বছরের মধ্যে তিনি ৫.১৬ লাখ টাকার মালিক হবেন। আর যদি তিনি লাম্পসাম বিনিয়োগ করেন, তাহলে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৬ বছর।
এখন ধরা যাক কেউ মিউচুয়াল ফান্ডে ৫ হাজার টাকার মাসিক এসআইপি করলেন। ১২ শতাংশ হারে রিটার্ন ধরলে ৫ লাখ টাকার কর্পাস জমাতে তাঁর কত সময় লাগবে? ‘রুল অফ ৭২’ অনুযায়ী, কমপাউন্ডিংয়ের কারণে ৬ বছরের মধ্যে তিনি ৫.১৬ লাখ টাকার মালিক হবেন। আর যদি তিনি লাম্পসাম বিনিয়োগ করেন, তাহলে টাকা দ্বিগুণ হতে সময় লাগবে ৬ বছর।
রুল অফ ৭২-এর সুবিধা: রুল অফ ৭২-এর সাহায্যে বিনিয়োগকারী খুব সহজে এবং দ্রুত গণনা করতে পারেন। ২:১ লাভের জন্য কখন বিক্রি করতে হবে, সেটাও এই ফরমুলা থেকে সহজে বুঝতে পারেন বিনিয়োগকারীরা।
রুল অফ ৭২-এর সুবিধা: রুল অফ ৭২-এর সাহায্যে বিনিয়োগকারী খুব সহজে এবং দ্রুত গণনা করতে পারেন। ২:১ লাভের জন্য কখন বিক্রি করতে হবে, সেটাও এই ফরমুলা থেকে সহজে বুঝতে পারেন বিনিয়োগকারীরা।