General Knowledge Story: ভুল করেও পাসওয়ার্ড রাখবেন না এইটা… সবথেকে সহজ, এক সেকেন্ডেই হ্যাক করা সম্ভব

সব সময় নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শক্তিশালী এবং কঠোর রাখা প্রয়োজন। এমন কোনও পাসওয়ার্ড রাখা উচিত নয়, যা সহজেই অন্যেরা চিনে ফেলতে পারে।
সব সময় নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের পাসওয়ার্ড শক্তিশালী এবং কঠোর রাখা প্রয়োজন। এমন কোনও পাসওয়ার্ড রাখা উচিত নয়, যা সহজেই অন্যেরা চিনে ফেলতে পারে।
মোবাইল দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এর ফলে অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।
দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এর ফলে অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।
দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এর ফলে অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।
দেখা গিয়েছে যে ভারতীয়রা নিজেদের সুবিধার জন্য খুবই সহজ একটি পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। এর ফলে অনেকেই একই পাসওয়ার্ড ব্যবহার করেন। রিপোর্ট অনুযায়ী সর্বাধিক ব্যবহার করা পাসওয়ার্ড হল- password, password@123, password123, password@1 এবং password1 ইত্যাদি।
দ্বিতীয় জনপ্রিয় পাসওয়ার্ড হল ‘123456’, যা প্রায় ১,৬৬,৭৫৭ বার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ভারতে BigBasket শব্দটি ব্যবহার করা হয়েছে ৭৫,০৮১ বার।
দ্বিতীয় জনপ্রিয় পাসওয়ার্ড হল ‘123456’, যা প্রায় ১,৬৬,৭৫৭ বার ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ভারতে BigBasket শব্দটি ব্যবহার করা হয়েছে ৭৫,০৮১ বার।
রিপোর্ট অনুযায়ী ভারতে অন্যান্য যে সকল পাসওয়ার্ড খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সে গুলি হল qwerty, anmol123, googledummy প্রভৃতি। অনেকেই আবার দেশের নামে নিজেদের পাসওয়ার্ড রাখেন। যেমন ধরা যাক, india123, india@123।
রিপোর্ট অনুযায়ী ভারতে অন্যান্য যে সকল পাসওয়ার্ড খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়, সে গুলি হল qwerty, anmol123, googledummy প্রভৃতি। অনেকেই আবার দেশের নামে নিজেদের পাসওয়ার্ড রাখেন। যেমন ধরা যাক, india123, india@123।
২০২২ সালে ব্যবহার করা ২০০টি পাসওয়ার্ড আগের বছর ব্যবহার করা পাসওয়ার্ডের ৭৩ শতাংশ। এ ছাড়াও সেই রিপোর্টে জানানো হয়েছে যে, এই সকল পাসওয়ার্ডের ৮৩ শতাংশ মাত্র এক সেকেন্ডেই হ্যাক করা সম্ভব।
২০২২ সালে ব্যবহার করা ২০০টি পাসওয়ার্ড আগের বছর ব্যবহার করা পাসওয়ার্ডের ৭৩ শতাংশ। এ ছাড়াও সেই রিপোর্টে জানানো হয়েছে যে, এই সকল পাসওয়ার্ডের ৮৩ শতাংশ মাত্র এক সেকেন্ডেই হ্যাক করা সম্ভব।