লেপার্ড 

Leopard Attcak: মন দিয়ে বাগানে কাজ করছিলেন মহিলা, ঘাপটি মেরে বসেছিল সে, তারপরেই দিল বড় লম্ফ

আলিপুরদুয়ার: চা বাগানে কাজ করার সময়েই পেছন থেকে সাক্ষাৎ মৃত্যুর হানা, ঝাঁপিয়ে পড়ল যমদূত। লোপার্ড আক্রমণের পর নিজেকে বাঁচানোর সব রকমের চেষ্টা শুরু করেন মহিলা চা শ্রমিক। তাঁর চিৎকারে অন্যান্য শ্রমিকরা এলে পালিয়ে যায় যমদূতরূপী লেপার্ড।

ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে লেপার্ডের আক্রমণে আহত হলেন এক মহিলা শ্রমিক। বর্তমানে ওই মহিলা শ্রমিক আলিপুরদুয়ারের বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন – Sanjay Roy: আরজি কর কাণ্ডে ধৃতের দাঁত পরীক্ষা করতে গিয়ে ফরেন্সিক আঁতকে উঠল, এক কাপড়ে থাকা সঞ্জয়কে কে দিল পোশাক

আহত শ্রমিকের নাম রেশমা খাড়িয়া। বয়স ৩৬ বছর। তিনি ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানের শ্রমিক।

বাগান থেকে কাজ করে দুপুরে বাড়ির দিকে ফেরার সময় একটি লেপার্ড তাঁকে পেছন থেকে আক্রমণ করে। তাঁর মাথা গলা সহ বিভিন্ন অংশ চিতাবাঘের আঁচড়, কামড়ে ক্ষতবিক্ষত হয়েছে। তাঁকে প্রথমে বানারহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কা অবস্থা জনক হওয়ায় তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়।বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

Annanya Dey