নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী? নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের বেশ কিছু পার্থক্য রয়েছে। নার্কো টেস্টে সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যাতে সেই ব্যক্তি সম্মোহিত হয়ে পড়ে।

Sanjay Roy-RG Kar Case: সঞ্জয়ের দাঁতে এমন কী রহস্য আছে? তুমুল জল্পনা, বারবার জেলে গেল সিবিআই

RG Kar Hospital News : ধর্ষণ-খুনের তদন্তে এবার Sanjay Rai এর দাঁতের ফরেনসিক টেস্ট। নিহত চিকিৎসকের ময়নাতদন্তের রিপোর্টে চোয়ালের কাছে কামড়ের উল্লেখ ছিল। ক্ষত মিলিয়ে দেখতে সঞ্জয়ের দাঁতের ছাপের নমুনা সংগ্রহ সিবিআইয়ের। বুধবারের পর বৃহস্পতিবারও জেলে গিয়ে সঞ্জয়কে জেরা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।