বিমানবন্দরে তল্লাশির সময় অভিনব ফন্দি! মালপত্রের ওজন বেশি ছিল, সকলের চোখের সামনে এই কায়দায় ৫ কেজি ওজন কমিয়ে ফেললেন তরুণী; ভাইরাল ভিডিও

Airport: বিমানবন্দরে তল্লাশির সময় অভিনব ফন্দি! মালপত্রের ওজন বেশি ছিল, সকলের চোখের সামনে এই কায়দায় ৫ কেজি ওজন কমিয়ে ফেললেন তরুণী; ভাইরাল ভিডিও

কলকাতা: আমরা বিমানবন্দর দিয়ে যখন যাতায়াত করি, তখন একাধিক নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমানবন্দরে ঢোকার মুহূর্তে সঠিক তল্লাশি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় যাত্রীদের। এর পাশাপাশি যাত্রীদের নিজেদের সঙ্গে বৈধ টিকিট থাকাও আবশ্যক।

আসলে টিকিট না দেখালে বিমানবন্দরের অন্দরে প্রবেশ করা যায় না। এছাড়া নিজেদের সঙ্গে থাকা জরুরি মালপত্র বা লাগেজের ওজনের একটা নির্দিষ্ট নির্ধারিত সীমা রয়েছে। কিন্তু বহু মানুষ নির্ধারিত সীমার উর্ধ্বে মালপত্র বহন করেন। যার জন্য যাত্রীদের অতিরিক্ত চার্জ গুনতে হয়। কিন্তু কিছু যাত্রী আবার নির্ধারিত সীমার উর্ধ্বে মালপত্র বহন করলেও তা কম করে দেখান। আর সেটা করেন একেবারেই উপস্থিত বুদ্ধির সাহায্যে। এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- পুল কার থেকে নেমেই বমি! স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে NRS-এর দোরগোড়ায় মৃত্যু ছাত্রের

দেখা যাচ্ছে যে, এক তরুণী বুদ্ধি খাটিয়ে নিজের সঙ্গে থাকা মালপত্রের ওজন ৫ কেজি কম দেখিয়েছেন। কিন্তু কী ভাবে? ভিডিওটি শেয়ার করেছেন জোর এবং তোমেক। আর তা করা হয়েছে @zoreandtomek অ্যাকাউন্ট থেকে। ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, ওই তরুণীর সঙ্গে থাকা মালপত্রের ওজন ছিল প্রায় সাড়ে ২৪ কেজি। অতিরিক্ত লাগেজের জন্য তাঁকে অতিরিক্ত টাকা দিতে হত।

এই পরিস্থিতিতে মাথা খাটান তিনি। যে মুহূর্তে লাগেজের ওজন পরীক্ষা করা হচ্ছিল, সেই সময় ওই তরুণী পা দিয়ে ব্যাগটাকে একটু তুলে ধরেন। যার জেরে লাগেজের ওজন দেখা যায় সাড়ে ১৯ কেটি। ফলে অতিরিক্ত চার্জ এই কায়দায় কমিয়ে ফেলেন তিনি। ভিডিওটিতে লেখা হয়েছে, ওই তরুণীকে আমি প্রতিটি ব্যাগের ক্ষেত্রেই এমনটা করতে দেখলাম।

আরও পড়ুন- আবর্জনা তোলার সময় বিকট শব্দে বিস্ফোরণ! রক্তাক্ত অবস্থায় উদ্ধার ২ সাফাইকর্মী…আতঙ্ক হাওড়ায়!

ভিডিও শেয়ার করার পরে ক্যাপশনে লেখা হয়েছে, ‘লাগেজ ওয়েট হ্যাক’। অর্থাৎ লাগেজের ওজন কমানোর উপায়। যা সোশ্যাল মিডিয়া সাইট ইনস্টাগ্রামে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। ভিউ ১১ কোটি ২০ লক্ষ পার করেছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং শেয়ারও করেছেন। সেই সঙ্গে কমেন্ট বক্সও উপচে পড়েছে নেটিজেনদের মন্তব্যে। ভিডিও-র কমেন্টে আরন বলে একজন লিখেছেন, “লাগেজের পরিবর্তে যাত্রীদের ওজন মাপা উচিত।”

বিমানবন্দর কর্তৃপক্ষকে খোঁচা মেরে শেড ল্যুইস বলেন যে, “আমি যদি অতিরিক্ত টাকা দিই, তাহলে বিমান ভেঙে পড়বে না?” এর জবাবে ফ্লিউক নামে এক ব্যক্তি লেখেন, “যদি আপনি এটি করেন, তাহলে বিমানটি বহন করতে পারে, এমন সর্বাধিক ওজনের গণনা ভুল হবে, যা বিপজ্জনক হতে পারে।”