নার্কো টেস্টে রাজি নয় সঞ্জয়।

Sanjay Rai Narco Test vs Polygraph Test: পলিগ্রাফে রাজি হলেও নার্কো টেস্টের অনুমতি দেয়নি সঞ্জয়! কেন আলাদা এই দুই পরীক্ষা?

আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রাই পলিগ্রাফ টেস্টে রাজি হয়েছিলেন, কিন্তু নার্কো টেস্টে তিনি সম্মতি দিলেন না। তবে আরজি কর কাণ্ডের কিনারায় এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিবিআই আধিকারিকরা।
আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রাই পলিগ্রাফ টেস্টে রাজি হয়েছিলেন, কিন্তু নার্কো টেস্টে তিনি সম্মতি দিলেন না। তবে আরজি কর কাণ্ডের কিনারায় এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিবিআই আধিকারিকরা।
নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী?নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের বেশ কিছু পার্থক্য রয়েছে। নার্কো টেস্টে সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যাতে সেই ব্যক্তি সম্মোহিত হয়ে পড়ে।
নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী?
নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের বেশ কিছু পার্থক্য রয়েছে। নার্কো
টেস্টে সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যাতে সেই ব্যক্তি সম্মোহিত হয়ে পড়ে।
সেই ওষুধ খাওয়ালে চিন্তাশক্তি অতটা কাজ করে না। তাই বিশ্বাস করা হয় এই সময়ে সেই ব্যক্তি বা অভিযুক্ত সত্যি কথা বলবেন।
সেই ওষুধ খাওয়ালে চিন্তাশক্তি অতটা কাজ করে না। তাই বিশ্বাস করা হয় এই সময়ে সেই ব্যক্তি বা অভিযুক্ত সত্যি কথা বলবেন।
পলিগ্রাফ টেস্টের সঙ্গে নার্কো টেস্টের পার্থক্য হল, পলিগ্রাফ টেস্টে কোনও ওষুধ খাওয়ানো হয় না। বদলে কার্ডিও কাফ-এর মতো কিছু যন্ত্র সন্দেহজনক ব্যক্তির শরীরে বসিয়ে তাঁর রক্তচাপ, হৃৎস্পন্দন, স্বাসপ্রশ্বাস এই সব কিছুর হিসাবনিকেশ করে সন্দেহভাজন সত্যি বলছেন কি না বিচার করা হয়।
পলিগ্রাফ টেস্টের সঙ্গে নার্কো টেস্টের পার্থক্য হল, পলিগ্রাফ টেস্টে কোনও ওষুধ খাওয়ানো হয় না। বদলে কার্ডিও কাফ-এর মতো কিছু যন্ত্র সন্দেহজনক ব্যক্তির শরীরে বসিয়ে তাঁর রক্তচাপ, হৃৎস্পন্দন, স্বাসপ্রশ্বাস এই সব কিছুর হিসাবনিকেশ করে সন্দেহভাজন সত্যি বলছেন কি না বিচার করা হয়।
তবেই দুই পরীক্ষারই ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নার্কো টেস্টে ওষুধ খাইয়ে মানসিক অবস্থা প্রভাবিত করা বলে আদালতের নির্দেশ অনুযায়ী সন্দেহভাজনের অনুমতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। নার্কো টেস্ট না হলে কোন পথে যাবে আরজি করের নির্যাতিতার মৃত্যুর তদন্ত।
তবেই দুই পরীক্ষারই ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নার্কো টেস্টে ওষুধ খাইয়ে মানসিক অবস্থা প্রভাবিত করা বলে আদালতের নির্দেশ অনুযায়ী সন্দেহভাজনের অনুমতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। নার্কো টেস্ট না হলে কোন পথে যাবে আরজি করের নির্যাতিতার মৃত্যুর তদন্ত।