Tag Archives: Rape Case

Siliguri News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! হুমকি দিয়ে ধর্ষণ! অভিযুক্ত পুলিশকর্মী গ্রেফতার

শিলিগুড়ি: ফের পুলিশকর্মীর বিরুদ্ধে কুকীর্তির অভিযোগ! বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক পুলিশকর্মীর বিরুদ্ধে! বাগডোগরা ট্র‍্যাফিক গার্ডে কর্মরত ছিল সে। শনিবার তাকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। ধৃতের নাম অমর বীর। গত জুলাইয়ে এক মহিলা অমরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে গিয়েছে অমর নামের সেই এএসআই।

আরও পড়ুন- সিবিআই দফতরে বিরূপাক্ষ! আরজি করের ঘটনার দিন সন্দীপের সঙ্গে বার বার ফোন, ভিড়ের মধ্যেও দেখা গিয়েছিল তাঁকে!

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল মাটিগাড়া থানার পুলিশ। অবশেষে দু’মাস পর গ্রেফতার করা হল অভিযুক্তকে। শনিবার তাকে আদালতে তোলা হচ্ছে।

আরও পড়ুন- সন্তান কি মোবাইলে গেম খেলে? খুব সাবধান! এই গেমের কারণেই মিলল ছাত্রের ফালা ফালা দেহ

সম্প্রতি যৌন হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ভুবনেশ্বরের থানার  এক  ইন্সপেক্টরের বিরুদ্ধে! অভিযোগ জানিয়েছেন এক আর্মি অফিসারের হবু স্ত্রী! অভিযোগকারী মহিলা জানান, তাঁকে জোর করে জেলে ভরে যৌন হেনস্থা করেছে সেই পুলিশ ইন্সপেক্টর!

আরও পড়ুন- সেনা অফিসারের হবু স্ত্রীর বুকে লাথি! জেলে ঢুকিয়ে যৌন হেনস্থা, অশ্লীল আচরণের অভিযোগ! পুলিশের আচরণে স্তম্ভিত দেশ 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে যখন উত্তাল দেশ, তারই মধ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নজরে আসছে। ভুবনেশ্বরের ঘটনা চাউর হতেই ক্ষোভ প্রকাশ করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডি সভাপতি নবীন পট্টনায়ক। তাঁর কথায় “অত্যন্ত মর্মান্তিক ঘটনা!” শুক্রবার একটি আদালত-তত্ত্বাবধানে এসআইটি তদন্ত এবং ঘটনার বিচার বিভাগীয় তদন্তের ডাক দিয়েছেন তিনি। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন পট্টনায়ক। এক্স হ্যান্ডলে লিখেছেন, “ভরতপুর থানায় একজন সেনা মেজর মহিলার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা মর্মান্তিক এবং অবিশ্বাস্য। পুলিশের এমন আচরণ দেশের বিবেক নিয়ে প্রশ্ন তুলছে!”

Sanjay Rai Narco Test vs Polygraph Test: পলিগ্রাফে রাজি হলেও নার্কো টেস্টের অনুমতি দেয়নি সঞ্জয়! কেন আলাদা এই দুই পরীক্ষা?

আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রাই পলিগ্রাফ টেস্টে রাজি হয়েছিলেন, কিন্তু নার্কো টেস্টে তিনি সম্মতি দিলেন না। তবে আরজি কর কাণ্ডের কিনারায় এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিবিআই আধিকারিকরা।
আরজি কর কাণ্ডে একমাত্র ধৃত সঞ্জয় রাই পলিগ্রাফ টেস্টে রাজি হয়েছিলেন, কিন্তু নার্কো টেস্টে তিনি সম্মতি দিলেন না। তবে আরজি কর কাণ্ডের কিনারায় এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন সিবিআই আধিকারিকরা।
নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী?নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের বেশ কিছু পার্থক্য রয়েছে। নার্কো টেস্টে সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যাতে সেই ব্যক্তি সম্মোহিত হয়ে পড়ে।
নার্কো টেস্ট এবং পলিগ্রাফ টেস্টের পার্থক্য কী?
নার্কো টেস্টের সঙ্গে পলিগ্রাফ টেস্টের বেশ কিছু পার্থক্য রয়েছে। নার্কো
টেস্টে সোডিয়াম পেন্টোথাল নামের একটি ওষুধ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়, যাতে সেই ব্যক্তি সম্মোহিত হয়ে পড়ে।
সেই ওষুধ খাওয়ালে চিন্তাশক্তি অতটা কাজ করে না। তাই বিশ্বাস করা হয় এই সময়ে সেই ব্যক্তি বা অভিযুক্ত সত্যি কথা বলবেন।
সেই ওষুধ খাওয়ালে চিন্তাশক্তি অতটা কাজ করে না। তাই বিশ্বাস করা হয় এই সময়ে সেই ব্যক্তি বা অভিযুক্ত সত্যি কথা বলবেন।
পলিগ্রাফ টেস্টের সঙ্গে নার্কো টেস্টের পার্থক্য হল, পলিগ্রাফ টেস্টে কোনও ওষুধ খাওয়ানো হয় না। বদলে কার্ডিও কাফ-এর মতো কিছু যন্ত্র সন্দেহজনক ব্যক্তির শরীরে বসিয়ে তাঁর রক্তচাপ, হৃৎস্পন্দন, স্বাসপ্রশ্বাস এই সব কিছুর হিসাবনিকেশ করে সন্দেহভাজন সত্যি বলছেন কি না বিচার করা হয়।
পলিগ্রাফ টেস্টের সঙ্গে নার্কো টেস্টের পার্থক্য হল, পলিগ্রাফ টেস্টে কোনও ওষুধ খাওয়ানো হয় না। বদলে কার্ডিও কাফ-এর মতো কিছু যন্ত্র সন্দেহজনক ব্যক্তির শরীরে বসিয়ে তাঁর রক্তচাপ, হৃৎস্পন্দন, স্বাসপ্রশ্বাস এই সব কিছুর হিসাবনিকেশ করে সন্দেহভাজন সত্যি বলছেন কি না বিচার করা হয়।
তবেই দুই পরীক্ষারই ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নার্কো টেস্টে ওষুধ খাইয়ে মানসিক অবস্থা প্রভাবিত করা বলে আদালতের নির্দেশ অনুযায়ী সন্দেহভাজনের অনুমতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। নার্কো টেস্ট না হলে কোন পথে যাবে আরজি করের নির্যাতিতার মৃত্যুর তদন্ত।
তবেই দুই পরীক্ষারই ফলাফল নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে নার্কো টেস্টে ওষুধ খাইয়ে মানসিক অবস্থা প্রভাবিত করা বলে আদালতের নির্দেশ অনুযায়ী সন্দেহভাজনের অনুমতি ছাড়া এই পরীক্ষা করা যায় না। নার্কো টেস্ট না হলে কোন পথে যাবে আরজি করের নির্যাতিতার মৃত্যুর তদন্ত।

Madhya Pradesh Ujjain Case: প্রকাশ্যে রাস্তার ধারে ফুটপাথে মহিলাকে ধর্ষণ ! দাঁড়িয়ে দেখল জনতা, মধ্যপ্রদেশে ভয়াবহ কাণ্ড !

Report: Shubham Marmat

ভোপাল: মধ্যপ্রদেশে ভয়াবহ ঘটনা ! প্রকাশ্যে রাস্তার ধারে ফুটপাথে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ৷ সেসময় একদল জনতা পাশে দাঁড়িয়ে স্রেফ ঘটনাটি দেখে এবং ভিডিও তোলে ৷ কেউ বাঁচাতেও এগিয়ে আসেননি ৷ ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে ৷

ওই মহিলা কাগজকুড়ানির কাজ করতেন বলে জানা গিয়েছে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ফুঁসলিয়ে নিয়ে যান অভিযুক্ত। পরে রাস্তার ধারে প্রকাশ্যেই তাঁকে ধর্ষণ করা হয়।

আরও পড়ুন- ৮.১ শতাংশ হারে সুদ! ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই চার ব্যাঙ্ক

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কয়লা ফটক এলাকার ঘটনা। ঘটনার সময় ওই স্থানে অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু কেউ বাধা দেয়নি। উল্টে কোনও এক ব্যক্তি সেই যৌন হেনস্থার ঘটনা রেকর্ড করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই ভিডিও ভাইরাল হলে পুলিশ মহিলাকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠায়। উজ্জয়িনীর পুলিশ সুপার জানান, ঘটনায় অভিযুক্ত লোকেশকে গ্রেফতার করা হয়েছে এবং ওই মহিলা তাঁকে চিনতেন। পুলিশের দাবি, নির্যাতিতা বলেছেন তাঁকে বিবাহের প্রতিশ্রুতি দেয় এবং মদ খাইয়ে তাঁকে ধর্ষণ করে।

আরও পড়ুন– ‘ভয়ঙ্কর’ ভিলেনদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন এই ৪ বিখ্যাত অভিনেত্রী, কেমন জীবন কাটাচ্ছেন তাঁরা?

ধর্ষণের পর মহিলাকে হুমকি দিয়ে সেখান থেকে যুবক পালিয়ে গিয়েছে বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। মহিলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার পর ভিডিওর ভিত্তিতে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

Reclaim the Night Sukhendu Sekhar Ray: ‘রাত দখল করো’, মৌলিক অধিকার মনে করিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরের

কলকাতা: ফের এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। সুখেন্দু শেখর রায় এদিন এক্স হ্যান্ডলে লেখেন, ‘রাত দখল করো- সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মর্যাদায় বাঁচার মৌলিক অধিকার দখল করুক মানুষ।’ প্রসঙ্গত, বুধবার রাতেও ‘রাত দখল’-এর মতো কর্মসূচি রয়েছে। তার আগেই সুখেন্দু শেখরের পোস্টে ফের জল্পনা ছড়াল।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ধৃত যুবক! কী ভাবে ফাঁদে ফেলতেন?

আরজি কর হাসপাতালের দুর্নীতি কাণ্ডে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই৷ সন্দীপ ঘোষ গ্রেফতার হতেই ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের। সুখেন্দুশেখর রায় তাঁর এক্স হ্যান্ডেলে একটি ছবি পোষ্ট করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনটি স্ট্যাম্প তার মধ্যে মাঝখানের স্ট্যাম্পটি ভেঙে গেছে। তিনি ক্যাপশানে লেখেন, ‘ মিডল স্ট্যাম্প উপড়ে গিয়েছে। এরপর কী?’

আরও পড়ুন: আয়ু বাড়াতে চান? কমিয়ে দিন ঘুম, পরামর্শ ১২ বছর ধরে দিনে ৩০ মিনিট ঘুমানো ব্যক্তির

এর আগেও আরজি কর কাণ্ড নিয়ে তাঁর অবস্থান দলের অস্বস্তি বাড়িয়েছিল। তবুও সেই সুখেন্দুশেখর তাঁর অবস্থান থেকে সরে আসেননি। রবিবার, বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি লেখেন, ‘ বাস্তিল দুর্গের ছবি শেয়ার লিখেছেন, ১৭৮৯ সালের জুলাই মাসে ক্ষুব্ধ জনতার হাতে পতন হয় বাস্তিল দুর্গের। বাস্তিল দুর্গের পতনের পর জন্ম হয়েছিল ফরাসি বিপ্লবের।’

Physical abuse: ভয়ঙ্কর ঘটনা! ৭২ জন অচেনা পুরুষ দিয়ে নিজের বৃদ্ধা স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্যারিস: প্রতিদিনই মহিলাদের নির্যাতনের নিত্যনতুন ঘটনা সামনে আসে। ঘরে বাইরে নিয়মিত নির্যাতিত হতে হয় বহু মহিলাকে, কেউ প্রকাশ করেন, কেউ করেন না। এরকমই এক ঘটনা সামনে এসে

১০ বছর ধরে ৭২ জন আগন্তুককে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণ করানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ১০ বছর ধরে অচেনা পুরুষ দিয়ে প্রায় ১০০ বার ধর্ষণ করা হয়েছে নির্যাতিতা মহিলাকে। ঘটনার অভিযোগের পরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ফ্রান্সে।

আরও পড়ুন: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, আতঙ্কে স্কুলে যেতে ভয় ছাত্রীর

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৭২ জন পুরুষের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানানো হয়েছে। বেশিরভাগ ধর্ষককেই অনলাইন থেকে বুকিং করা হয়েছিল বলে জানা গিয়েছে। অভিযুক্তেরা মিলে প্রায় ৯২ বার ধর্ষণ করেছেন বৃদ্ধাকে। ৭২ জন অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই ৫১ জনকে শনাক্ত করা হয়েছে।  পুলিশ জানিয়েছে নির্যাতিতার বয়স ৭২ বছর। ধর্ষিতার আইনজীবী জানিয়েছেন, তাঁকে এতটাই মাদকাশক্ত করা হত যে তিনি জানতেই পারেননি এই পাশবিক নির্যাতবনের কথা।

আরও পড়ুন: ‘আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন’, দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা

‍ঘটনার জেরে মহিলার সঙ্গে আইনি লড়াইয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন বৃদ্ধার তিন সন্তান। বৃদ্ধা চান না তাঁর পরিচয় গোপন রেখে, বন্ধ দরজার মধ্যে তাঁর এই ধর্ষণের ঘটনার শুনানি হোক। তিনি চান প্রকাশ্যেই এই ঘটনার বিচার হোক এবং অপরাধীরা শাস্তি পাক।

Mamata Banerjee on Anti Rape Bill: ‘আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন’, দেশের পরিস্থিতি তুলে ধরে বাংলা থেকে সোচ্চার মমতা

কলকাতা: বিধানসভায় ধর্ষণ বিরোধী বিল নিয়ে ভাষণ দেওয়ার সময়, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি। পাল্টা দেন মমতাও, তিনি বলেন, “আগে নরেন্দ্র মোদিকে পদত্যাগ করতে বলুন।”

আরও পড়ুন: বিধানসভায় পাশ হল অপরাজিতা বিল, ধর্ষণের ঘটনায় ফাঁসির সাজা-সহ একাধিক সুপারিশ

রাজ্যের আইন পরিবর্তনের ক্ষমতা সম্পর্কে বিভিন্ন স্তরেই প্রশ্ন উঠছিল, সেই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কেউ কেউ বলছে আমরা আইন করতে পারি না। আমি তাদের বলছি, সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আইন আনছে। রাজ্যপাল বিলে সই করবেন আশা রাখছি। হাত জোড় করে বলছি নারীদের কথা, মা-বোনদের কথা শুনুন। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা অনুযায়ী এই ধরনের সংশোধন আমরা আনতেই পারি”।

আরও পড়ুন: মা-বোনদের হুমকির অভিযোগ! অশোকনগরের তৃণমূল নেতার বিরুদ্ধে থানায় FIR মহিলাদের

সেই সঙ্গে অপরাজিতা আইন নিয়ে তিনি আরও বলেন, “মুল আইনের সবটা তো পরিবর্তন করছি না, কিছু করছি। এই বিলের তিনটি বিষয় আছে, তা হল বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত এবং দ্রুত ন্যায় বিচার”।

নির্যাতিতাদের সাহায্যার্থে নির্ভয়া ফান্ড চালু করা হয়েছিল, সেই নিয়ে মমতা বিধানসভায় বলেন, “১০৮ কোটি ৭৯ লক্ষ টাকা কেন্দ্রের কাছ থেকে আমাদের দেওয়ার কথা, তার মধ্যে এখনও ২৬ কোটি ৯৭ লক্ষ টাকা বাকি আছে”। পাশাপাশি ধর্ষণ আটকাতে কড়া আইন না করার জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী”।

Special act for rape prevention: ধর্ষণের শাস্তি ফাঁসি, রাজ্য বিধানসভায় কবে আসছে বিশেষ বিল?

কলকাতা: বুধবার তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে ধর্ষণ নিয়ে রাজ্যে বিশেষ আইন করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণার পরেই বিল আনার জন্য তৎপর হয় রাজ্য। এই বিল পেশ করার জন্য সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিশেষ অধিবেশন, দুই দিন চলবে অধিবেশন। মঙ্গলবার বিল আসবে বিধানসভায়।

Bengali Movie: মেয়েদের স্বাধীনতার লড়াই এবার সেলুলয়েডে, ধর্ষণ-হেনস্থার বিরুদ্ধে হুঙ্কার তুলতে আসছে ‘রিয়েল ডেভিল’

কলকাতা: আরজি কর হোক বা হাথরস, যুগের পর যুগ ধরে মহিলারা যৌন নির্যাতন, শারীরিক হেনস্থার শিকার। ক্ষমতার আস্ফালনে পিষে মরে মেয়েরা। ধর্ম-বর্ণ-জাত-পাত নির্বিশেষে নারীদের ভোগ্যবস্তুতে পরিণত করতে চায় সমাজ। আর সেই সময়েই নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের কথা বলবে নতুন বাংলা ছবি। ‘রিয়েল ডেভিল’।

রহস্যরোমাঞ্চ ঘরানায় তৈরি হয়েছে এই ছবি। গল্পে টানটান উত্তেজনা। এই ছবির পরিচালক ও গল্পকার রাহুল সেখ এবং প্রযোজক হাফিজুর রহমান খান। ‘রিয়েল ডেভিল’ নির্মিত হয়েছে আর এস ফিল্ম ওয়ার্কস-এর ব্যানারে। বহরমপুর, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে শ্যুটিং হয়েছে এই ছবির।

আরও পড়ুন: মাত্র ১০ হাজার টাকা! দারুণ সব ঝকঝকে ফোন এল বাজারে, Moto G45, Vivo T3 Lite, Realme C63-এর মধ্যে কোনটি সেরা

একজন অসহায় বাবার তাঁর মেয়ের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই, সমাজে মেয়েদের নিরাপত্তা, নির্মম ধর্ষণের ঘটনা ও রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে লেখা এই ছবির চিত্রনাট্য। ‘ডেভিল’ তথা সমীরের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা টনি খানকে। অভিনেত্রী অনামিকা সাহাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। অভিনেতা প্রদীপ ধরকে এই প্রথমবার মুখ্য খলনায়কের ভূমিকায় দেখবেন দর্শকেরা। দেবাশিস গঙ্গোপাধ্যায় থাকছেন কমেডি চরিত্রে।

দু’ঘণ্টা দশ মিনিটের এই ছবি খুব শীঘ্রই সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পরিচালক রাহুল শেখের বিশ্বাস, এই ছবির মাধ্যমে সমাজের অনেক স্তরে তিনি পরিবর্তন আনতে পারবেন।

Assam school student: আরজি কর কাণ্ডের রেশ না কাটতেই লালসার বলি হয়ে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী! গ্রেফতার অভিযুক্ত

গুয়াহাটি: আরজি কর কাণ্ডের রেশ এখনও কাটেনি। এখনও দেশের নানা প্রান্তে চলছে অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ। কিন্তু এত কিছুর পরেও দেশের জুড়ে শিরোনামে আসছে একের পর এক ধর্ষণের ঘটনা। এবার অসমে সামনে এসেছে এক নাবালিকাকে ভয়াবহ ভাবে ধর্ষণের ঘটনা।

অসমের মঙ্গলদৈতে এবার ধর্ষণের বলি মাত্র ১৪ বছর বয়সি কিশোরী। নির্যাতিতা তার মায়ের কাছে ঘটনাটি জানালে, স্কুলছাত্রীর মা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতারের পরে তাকে শনাক্ত করেছে ধর্ষিতা।

আরও পড়ুন: মাঝরাতে জেলের মধ্যে পায়চারি, রবিবার পলিগ্রাফ টেস্টের আগেই মুখ খুলল সঞ্জয়?

পুলিশ সূত্রে খবর, কিশোরীকে পাঁচ মাস আগে ধর্ষণ করে অভিযুক্ত যুবক প্রদীপ নাথ। ধর্ষণের ঘটনা যাতে কিশোরী কাউকে না জানায় সেই জন্য তাকে হুমকিও দেয় অভিযুক্ত প্রদীপ নাথ। কিশোরীকে বলা হয়, এই পাশবিক ঘটনার কথা যদি কিশোরী কাউকে জানায়, তাহলে তাকে খুন করা হবে।

আরও পড়ুন: ‘নবান্ন চলো’ অভিযান নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাই কোর্টের, কী জানাল ডিভিশন বেঞ্চ?

কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সন্দেহ হয় নির্যাতিতার মায়ের। তিনি কিশোরীকে চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাঁদের জানান, কিশোরী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ধর্ষণের অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

RG Kar hospital update: রাত দখলের রাতে আরজি করে হামলা! জোর করে ভিতরে ঢুকে হাসপাতালে ভাঙচুর বহিরাগতদের

কলকাতা: রাত দখলের রাতে কেন্দ্র করে বিশাল জমায়েত আরজি কর হাসপাতালের সামনে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢোকেন। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগত আন্দোলনকারীদের ভিতরে ঢুকতে বারণ করেন।

আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, তাই প্রতিবাদের ঝাঁঝও বেশি ছিল আরজি করের সামনে। প্রচুর মানুষ আরজি করের সামনে থেকে মশাল নিয়ে মিছিল করার জন্য জড়ো হন, শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল। প্রচুর মানুষ জড়ো হওয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় আরজি করের সামনে। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ, জানেন কে ছিলেন আরজি কর?

পড়ুয়ারা বহিরাগতদের বারবার বেরিয়ে যেতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। বহিরাগতরা জোর করে ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চালানো হয় পড়ুয়াদের ধরনা মঞ্চে। এমারজেন্সির গেটও ভেঙে ফেলার চেষ্টা করে বহিরাগতরা। এই বহিরাগত কারা, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।



Your Website Title

How to Share With Just Friends

How to share with just friends.

Posted by Facebook on Friday, December 5, 2014


রাত দখলের মশাল মিছিল আরজি কর থেকে শ্যামবাজার যাওয়া কথা ছিল, সেই মিছিল থেকেই একদল উন্মত্ত জনতা ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দিতে ভিতরে ঢোকেন। তাঁদের হাতে রড এবং পাথর ছিল বলেও অভিযোগ। আরজি করে বহিরাগতদের এই তাণ্ডবের জেরে আতঙ্কে হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা।