Mamata Banerjee: শনিবার দুপুরে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে আচমকা হাজির মমতা… বৃষ্টি উপেক্ষা করেই স্বাস্থ্য ভবনের সামনে মুখ্যমন্ত্রী

কলকাতা: শনিবার দুপুরে  স্বাস্থ্য ভবনের সামনে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই আরজি করের ঘটনার প্রতিবাদে ধরনায় বসেছেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের সঙ্গে দেখা করবেন মমতা। মমতার রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও। মমতা পৌঁছতেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান।

মমতা বলেন, ‘আমার নিরাপত্তাজনিত বারণ থাকা সত্ত্বেও নিজে ছুটে এসেছি। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। ছাত্র আন্দোলন থেকে আমি উঠে এসেছি। আপনারা যে ভাবে বসে আছেন, আমার কষ্ট হচ্ছে।  রাতের পর রাত ঘুমোইনি। আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়। আপনারা ধৈর্য্য ধরে আমার কথা শুনুন। এর পরে স্লোগান দিন। সেটা আপনাদের গণতান্ত্রিক অধিকার। আমি ৫ মিনিট সময় নিচ্ছি।’

আরও পড়ুন– ২০২৪ সালে প্রবাসীদের জন্য বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহর কোনগুলি? আর ওই তালিকায় ভারতের কোন শহর কত-তম স্থানে রয়েছে?

তিনি আরও বলেন, ‘আপনারা কাজে ফিরলে প্রতিশ্রুতি দিচ্ছি আধিকারিকদের সঙ্গে কথা বলে আপনাদের দাবি নিয়ে আমি ভাবব। দোষী শাস্তি পাবে। সিবিআই দ্রুত তিলোত্তমার বিচার করুক। তিন মাসে ফাঁসি হোক। আমাকে একটু সময় দিন।  আমি আপনাদের প্রতি অবিচার করব না। রোগী কল্যাণ সমিতি নতুন করে তৈরি করা হবে। তাতে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, নার্স, পুলিশ থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছি। আরজি করের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম।’

 বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের ডেকে পাঠানো হয়েছিল নবান্নে। ৩২ জন সেখানে গিয়েছিলেন। ডাক্তারেরা বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করেছিলেন। কিন্তু সরকার তাতে রাজি হয়নি।নবান্নের সভাঘরে দু’ঘণ্টার বেশি সময় বসেছিলেন মুখ্যমন্ত্রী। তার মাত্র দুদিন পরেই আজ শনিবার স্বাস্থ্য ভবনের সামনে আচমকা পৌঁছে গেলেন মমতা। প্রসঙ্গত, মমতা পৌঁছনোর পরেও ধর্নাস্থল থেকে বিচারের দাবিতে স্লোগান ওঠে। বেশ কয়েক মিনিট মাইক হাতেই দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রী।