চলছে ব্যাগ তৈরি 

Durga Puja 2024 Fashion: পুজোর মুখে বাজারে এবার ট্রেন্ডিং ক্রিস্টালের ব্যাগ! তৈরি করে স্বনির্ভর হচ্ছেন মহিলারা

মুর্শিদাবাদ: সামনেই বাঙালির শ্রেষ্ঠ উত্‍সব দুর্গাপুজো। দুর্গাপুজোর সময় ফ্যাশন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন রকমের ষ্টোনের বা পুতির ব্যাগ। এই ব্যাগ তৈরি করেই অনেক মহিলারা স্বর্নিভর হচ্ছেন।

খড়গ্রাম ব্লকের অন্তর্গত বিভিন্ন মহিলারা এই হাতের তৈরি ব্যাগ তৈরি করে আর্থিক ভাবে উপার্জন করছেন। ফলে লাভবান হচ্ছেন গ্রামীন মহিলারা।

আরও পড়ুন: বাংলাজুড়ে চলছে লাগামছাড়া বৃষ্টি, জলমগ্ন গোটা শহর… সবথেকে ভারী বর্ষণ কোন অংশে? বাইরে বের হলে সাবধান

মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো খুবই জরুরি। তাই মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের মহিলাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এলাকারই স্বর্নিভর দফতর। মহিলারা নিজেদের পাশাপাশি আরও অনেক মহিলাকে একত্র করে স্বনির্ভর করে তুলছেন নিজ উদ্যোগে।

আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২

দুর্গাপুজোর আগে রাতদিন এক করেই চলছে এই ব্যাগ তৈরির কাজ। বিভিন্ন ব্যাগ ৮০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।স্বর্নিভর গোষ্ঠীর এক সদস্য বলেন, “নানারকম হাতের কাজ হয় তার মধ্যে অন্যতম হল এই ক্রিষ্টালের কাজ। এই কাজ করে মহিলারা অনেকটাই স্বাবলম্বী হতে পারছে।’’

বিভিন্ন রকমের জিনিস তৈরি করে তাঁরা মেলায় বিক্রি করে।  পুজোর সময়ে প্রচুর অর্ডারও আসে। বাড়ির মহিলারা গৃহকর্ম সেরে এই কাজ করে। ফলে তাঁরা রোজগারও করতে পারছে। সরকারের এই উদ্য়োগকে তাই তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

স্বর্নিভর গোষ্ঠীর মহিলারা এও জানান, বর্তমানে নানা ধরনের  নতুন ধরনের নকশা বাজারে এসেছে। তাই নকশার উপরে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের প্রশিক্ষণ দেওয়া গেলে তারা নিজেরাই স্বনির্ভর হয়ে নতুন নতুন কাজ বাজারে আনতে পারবে।

কৌশিক অধিকারী