‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, তারা....’অবস্থান মঞ্চে হঠাত্‍ হাজির মমতা! বড় বার্তা মুখ‍্যমন্ত্রীর

Mamata Benerjee: ‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, তারা….’অবস্থান মঞ্চে হঠাত্‍ হাজির মমতা! বড় বার্তা মুখ‍্যমন্ত্রীর

কলকাতা: স্বাস্থ‍্য ভবনের জুনিয়র ডাক্তারদের ধরনা মঞ্চে আচমকা পৌঁছে গেলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। অবস্থানরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন মুখ‍্যমন্ত্রী। মমতার সঙ্গেই রয়েছেন রাজ‍্যে পুলিশের ডিজি রাজীব কুমার। মুখ‍্যমন্ত্রী পৌঁছানোর পরও ‘উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ওঠে’।

অবস্থান মঞ্চে পৌঁছে মমতা ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ জানান। তিনি বলেন, ‘‘আপনারা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নিন কাজে ফিরুন। আপনাদের জন্য কোনও অ্যাকশান নেব না। আমি এসমা জারি করব না নিশ্চিন্তে থাকুন। কোনও ডাক্তারের বিরুদ্ধে  কারুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে আমি। আমরা জানি আপনারা অনেক মহৎ কাজ করেন।’’

মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু। তারা আমার পরিচিত কেউ নয়। আপনাদের বিরুদ্ধে আমি কোনও ব্যবস্থা নেব না’’।

আরও পড়ুন: উত্তাল বঙ্গোপসাগর, নিম্নচাপের জেরে আরও বাড়বে বৃষ্টি! সঙ্গে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভাসবে? বড় আপডেট হাওয়া অফিসের

মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি, আমি আন্দোলনের ব্যথা বুঝি। আপনার ধৈর্য্য ধরুন, আমার কথা শুনুন, আমি বলা হয়ে গেলে আপনারা স্লোগান দিন। এটা আপনাদের অধিকার। আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আমার পোস্ট নয়, মানুষের পোস্ট বড় কথা।’’

মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘এই ঝড় জলে আপনারা যেমন কষ্ট পাচ্ছেন, আমিও সে কারণে ঘুমোতে পারিনি। নিরাপত্তা সংক্রান্ত নিষেধ থাকা সত্ত্বেও আমি এসেছি। আপনাদের সব দাবি আমি সহানুভূতির সঙ্গে দেখব, কেউ দোষী হলে সে শাস্তি পাবেই। আমি কথা বলে সিদ্ধান্ত নেব। আপনাদের পরিবার পরিজন চিন্তা করছে, এই ঝড় জলে আপনারা রয়েছেন।’’