Weather Update: ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির জোড়া ফলা! নাগাড়ে তাণ্ডব প্রকৃতির! ভাসবে কোন কোন জেলা

দক্ষিণ ২৪ পরগনা: ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় এই ঘটনা ঘটেছে। দফায় দফায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া উপকূলে প্রভাব ফেলেছে। রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ।
দক্ষিণ ২৪ পরগনা: ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় এই ঘটনা ঘটেছে। দফায় দফায় ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া উপকূলে প্রভাব ফেলেছে। রাত থেকে বেড়েছে বৃষ্টির পরিমাণ।
ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে।জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি।
ঝোড়ো হাওয়ার গতিবেগ ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে।জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি।
নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেও নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড় -বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেও নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড় -বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ রয়েছে। গভীর নিম্নচাপ বাংলাদেশের পটুয়াখালি দিয়ে স্থলভাগে ঢুকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে।ফলে আরও বিপর্যস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা।
কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ রয়েছে। গভীর নিম্নচাপ বাংলাদেশের পটুয়াখালি দিয়ে স্থলভাগে ঢুকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে।ফলে আরও বিপর্যস্ত হতে পারে দক্ষিণ ২৪ পরগনা।
ইতিমধ্যে নীচু এলাকাতে জল জমেছে। বৃষ্টি ও ঝড় আরওবাড়লে সমস্যা হবে। ঝড ও বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনুপম বারিক ও সুন্নত গাজীর মত আরওকয়েক শত ব্যক্তি। বৃষ্টি আরওবাড়লে সেই সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন সকলে।
ইতিমধ্যে নীচু এলাকাতে জল জমেছে। বৃষ্টি ও ঝড় আরওবাড়লে সমস্যা হবে। ঝড ও বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনুপম বারিক ও সুন্নত গাজীর মত আরওকয়েক শত ব্যক্তি। বৃষ্টি আরওবাড়লে সেই সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করছেন সকলে।