দারকালিংপং মহাকুমা লাইব্রেরি

Darjeeling News: আগামীর প্রশাসক তৈরি করতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের কর্তাদের! পাহাড়ে তৈরি হল ‘লক্ষ্য’

দার্জিলিং: অনেকেরই স্বপ্ন থাকে UPSC থেকে শুরু করে WBCS এর মত বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর, তবে অনেক সময় আর্থিক অনটন থেকে শুরু করে নানা বাধা এবং প্রতিকূলতা সামনে এসে দাঁড়ায়। এই বাধা কাটাতে কালিম্পং জেলা প্রশাসনের উদ্যোগে কালিম্পং মহকুমা লাইব্রেরিতে নতুন করে একটি অধ্যায়ন কক্ষের সূচনা হল। যার নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্য’।

অধ্যয়ন কক্ষটি কালিম্পং মহকুমা লাইব্রেরির পাঠাগারের অংশ। কালিম্পং-এর ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য উপযুক্ত পরিবেশ এবং প্রয়োজনীয় বই সরবরাহ করবে। এখানে UPSC, WBCS, SSC, রেলওয়ে নিয়োগ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত বই পাওয়া যাবে। পরীক্ষায় বসতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা এখানে এসে অধ্যয়ন করতে পারবে।

আরও পড়ুন:দার্জিলিং গেলে নেপালি পোশাকে ফটোশ্যুট করবেন না তা আবার হয় নাকি, প্রচুর আয়ের দিশা দেখাচ্ছে স্থানীয় মহিলাদের

পড়ার বইয়ের পাশাপাশি এই অধ্যায়ন কক্ষে বিভিন্ন ধরনের বই, সংবাদপত্র এবং পত্রিকা জেলা পুলিশ দ্বারা সহযোগিতা করা হবে। সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রায় ৩৫০ টি বই আনা হয়েছে ছাত্র-ছাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে আরো বই আনা হবে বলে জানান জেলা প্রশাসনের কর্তারা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

সুজয় ঘোষ