ধামসা মাদলের তালে করম পুজো আদিবাসীদের

ধামসা মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে শান্তিপুরের আদিবাসীরা

ধামসা মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে শান্তিপুরের আদিবাসীরা। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশ আদিবাসী পরিবার। ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
ধামসা মাদলের তালে করম পুজো উদযাপনে মেতে শান্তিপুরের আদিবাসীরা। নদিয়ার শান্তিপুর সূত্রাগড় চরের পুরাতন পাড়ায় রয়েছে কয়েকশো আদিবাসী পরিবার।
ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাদের চিরাচরিত প্রথা মনে থাকে। কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে শামিল হলেন তারা।
প্রত্যেক বছরই করম পুজো উপলক্ষে তাঁরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে তাঁদের চিরাচরিত প্রথা মেনে থাকেন। কিন্তু এবছর করম পুজোর তৃতীয় দিনটি একটু নতুনত্বের ছোঁয়ায় উৎসবে শামিল হলেন তাঁরা।
নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর যেখানে রঙিন শাড়ি, মাথায় কলস এছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হয় তারা।
নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সর্দার মুন্ডা-সহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন জাতির যুবক-যুবতীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করে। আর যেখানে রঙিন শাড়ি, মাথায় কলস ছাড়াও হাতে তীর ধনুক নিয়ে বিভিন্ন আদিবাসী নৃত্যে মাতোয়ারা হন তাঁরা।
সন্ধের সময় করম গাছকে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।
সন্ধের সময় করম গাছকে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ -সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তাঁরা।
সন্ধের সময় করম গাছকে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, যেখানে প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষের সমাগম হয়। করম পুজোর সময় করম গাছের কাহিনী নিয়ে করা হয় গান, এছাড়াও ছৌ নাচ, ঝুমুর নাচ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা।
এই উৎসব ঘিরে নদিয়ার শান্তিপুরে প্রচুর মানুষের সমগাম হয়।